ভৈরবে ৩ কয়েল কারখানা সিলগালা

প্রকাশ | ০৬ সেপ্টেম্বর ২০২২, ০৯:০৮

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

কিশোরগঞ্জের ভৈরবে বিএসটিআই এর অনুমোদন না থাকার কারণে তিনটি কয়েল কারখানার মালিককে এক লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে কারখানাগুলোকে সিলগালা করা হয়।  

সোমবার বিকেলে উপজেলার চন্ডিবের, কালিপুর ও লক্ষীপুর এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলহাস হোসেন সৌরভ।

অভিযানে উপস্থিত ছিলেন- ভৈরব উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর নাছিমা বেগম ও ভৈরব থানা পুলিশ।

জানা গেছে, সোমবার বিকেলে উপজেলার চন্ডিবের, কালিপুর ও লক্ষীপুর এলাকার বিভিন্ন কয়েল কারখানায় অভিযান পরিচালনা করা হয়। এসময় বিএসটিআই এর অনুমোদন না থাকায় ওমেগা কয়েল কারখানার মালিককে ৮০ হাজার টাকা, কালিপুর এলাকার জাকির কয়েল কারখানার মালিককে ৫০ হাজার টাকা ও লক্ষীপুর এলাকার আনোয়ার কয়েল কারখানার মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করেন আদালত। এরপর তিনটি কারখানাকে সিলগালা করা হয়।  

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলহাস হোসেন সৌরভ বলেন, তিনটি কয়েল কারখানার মালিককে এক লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি কারখানাগুলো সিলগালা করা হয়েছে।  

(ঢাকাটাইমস/০৬সেপ্টেম্বর/এসএম)