স্বরূপকাঠিতে তিন দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা

পিরোজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ১৫:৫৯ | প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর ২০২২, ১৫:৩৬

পিরোজপুরের স্বরূপকাঠিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিন দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশিষ রায়।

এ সময় উপজেলা সেনিটারী ইন্সপেক্টর গাজী মো. হারুন অর রশিদ উপস্থিত ছিলেন।

নেছারাবাদ থানা পুলিশের সহায়তায় ইন্দ্রেরহাট ও মিয়ারহাট বন্দরে অভিযান চালিয়ে পণ্যে মূল্য না থাকায় সুপার ষ্টার বিলিংয়ের মার্কেটিং অফিসার জয়ধর দাসকে পাঁচ হাজার টাকা, অতিরিক্ত দামে পণ্য বিক্রির অভিযোগে ভাই ভাই ইলেকট্রনিক্সের মালিক বিপুল মল্লিককে তিন হাজার টাকা ও রবি ইলেকট্রনিক্সের মালিক রাজু মিয়াকে দুই হাজার টাকাসহ সর্বমোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের বিষয় জানতে পেয়ে উভয় বন্দরের অনেক দোকানি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে সরে পড়েন।

সহকারী পরিচালক দেবাশিষ রায় জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

(ঢাকাটাইমস/৭সেপ্টেম্বর/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :