জেলা পরিষদ নির্বাচন: ফেনীতে আ.লীগ নেতাদের দৌড়ঝাঁপ

এম শরীফ ভূঞা, ফেনী
| আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২২, ১২:১৬ | প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর ২০২২, ১২:১০

আসন্ন জেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ফেনীতে আওয়ামী লীগ নেতাদের দৌড়ঝাঁপ চলছে। চেয়ারম্যান পদে ইতোমধ্যে যারা দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন তারা হলেন- জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রশাসক খায়রুল বাশার তপন। তিনি বর্তমানে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন।

এছাড়া মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মাস্টার আলী হায়দার, সহ-সভাপতি অ্যাডভোকেট প্রিয়রঞ্জন দত্ত, জেলা আওয়ামী লীগ সদস্য ও ফেনী পৌরসভার সাবেক মেয়র আলাউদ্দিন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব শফিকুল বাহার মজুমদার টিপু।

শেষ পর্যায়ে চেয়ারম্যান পদে প্রার্থীর সংখ্যা আরো বাড়তে পারে বলেও ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

এদিকে মনোনয়ন প্রত্যাশীরা ইতোমধ্যে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগসহ ভোটারদের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা চালাচ্ছেন।

সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক জহিরুল আলম দলের মনোনয়ন প্রত্যাশা করছেন। ঢাকাটাইমসকে তিনি বলেন, দলের কাছে মনোনয়ন চাইবো।

ছাগলনাইয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী ওমর ফারুক ঢাকাটাইমসকে বলেন, তিনি সদ্য সাবেক হিসেবে সুনামের সঙ্গে সদস্য পদে দায়িত্বে ছিলেন। দল থেকে এবারও প্রার্থিতা চান।

জেলা নির্বাচন কর্মকর্তা নাসির উদ্দিন পাটোয়ারী ঢাকাটাইমসকে বলেন, ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমার শেষ সময় ১৫ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, আপিলের সময় ১৯ থেকে ২১ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ সোপ্টম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর। প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর। ভাট গ্রহণ হবে ১৭ অক্টোবর।

এবার জেলায় মোট ভোটার রয়েছেন ৬৫৩ জন। এর মধ্যে পুরুষ ৪৯৯ জন এবং মহিলা ১৫৪ জন। মোট সাধারণ ওয়ার্ডের সংখ্যা ৬টি।

প্রসঙ্গত, চলতি বছরের ২৮ জানুয়ারি ফেনী জেলা পরিষদের মেয়াদ পাঁচ বছর পূর্ণ হয়। এর আগে জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরীর মৃত্যুর পর গত ২০২০ সালের নভেম্বর জেলা পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হন খায়রুল বাশার মজুমদার তপন।

(ঢাকাটাইমস/০৮সেপ্টেম্বর/এসএম)

সংবাদটি শেয়ার করুন

বিশেষ প্রতিবেদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন এর সর্বশেষ

কথায় কথায় মানুষ পেটানো এডিসি হারুন কোথায়? থানায় ছাত্রলীগ নেতাদের মারধরের তদন্ত কোথায় আটকে গেল?

মজুত ফুরালেই বাড়তি দামে বিক্রি হবে সয়াবিন তেল

কোন দিকে মোড় নিচ্ছে ইরান-ইসরায়েল সংকট

ছাদ থেকে পড়ে ডিবি কর্মকর্তার গৃহকর্মীর মৃত্যু: প্রতিবেদনে আদালতকে যা জানাল পুলিশ

উইমেন্স ওয়ার্ল্ড: স্পর্শকাতর ভিডিও পর্নোগ্রাফিতে গেছে কি না খুঁজছে পুলিশ

জাবির হলে স্বামীকে বেঁধে স্ত্রীকে জঙ্গলে ধর্ষণ, কোথায় আটকে আছে তদন্ত?

নাথান বমের স্ত্রী কোথায়

চালের বস্তায় জাত-দাম লিখতে গড়িমসি

গুলিস্তান আন্ডারপাসে অপরিকল্পিত পাতাল মার্কেট অতি অগ্নিঝুঁকিতে 

সিদ্ধেশ্বরীতে ব্যাংক কর্মকর্তার মৃত্যু: তিন মাস পেরিয়ে গেলেও অন্ধকারে পুলিশ

এই বিভাগের সব খবর

শিরোনাম :