এসএসসি পরীক্ষায় সফল হতে করণীয়

শরীফ উল্যাহ
 | প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর ২০২২, ১৭:০৭

আগামী ১৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে এবারের এসএসসি পরীক্ষা। গত ১৯ জুন শুরু হওয়ার কথা থাকলেও সিলেটে ভয়াবহ বন্যার কারণে পরীক্ষা পিছিয়েছে তিন মাস। বিশ্বব্যাপী ভয়াবহ করোনা পরিস্থিতি ও বাংলাদেশে এর প্রভাবের কারণে দুই বছরের বেশি সময় ধরে আমাদের শিক্ষার্থীদের শিক্ষাজীবনে ব্যাপক ক্ষতি হয়েছে। স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় লম্বা সময় ধরে বন্ধ থাকায় নিয়মিত ক্লাস না হওয়ায় বই-পুস্তকের সঙ্গে অধিকাংশ শিক্ষার্থীর সংযোগ ছিল না বললেই চলে।

আশার কথা হলো, দীর্ঘ বিরতির পর আবার বহু আকাঙ্ক্ষিত এসএসসি পরীক্ষা হতে যাচ্ছে। আমাদের শিক্ষার্থীরা নিশ্চয়ই অধীর আগ্রহে পরীক্ষায় বসার জন্য অপেক্ষা করছে। শিক্ষাজীবনের অতি গুরুত্বপূর্ণ একটি সার্টিফিকেট অর্জনের এই পরীক্ষা দিতে পারাটা অনেকের জন্য মহা আনন্দের বিষয়। আবার পরীক্ষার দিন যতই ঘনিয়ে আসছে ততই একশ্রেণির পরীক্ষার্থীর মনে টেনশনও বাড়তে থাকবে।

এ ছাড়া কিছু পরীক্ষার্থী আছে যাদের পরীক্ষা নিয়ে খুব একটা টেনশন নেই। তারা পরীক্ষার আগে যতটুকু সম্ভব প্রস্তুতি নেবে, পরীক্ষার খাতায় যা পারে লিখে আসবে। রেজাল্ট যা হওয়ার হবে। এ নিয়ে তাদের বাড়তি কোনো টেনশন বা মাথাব্যথা নেই।

এখানে আমি উল্লিখিত তিনটি শ্রেণির জন্য আলাদা আলাদাভাবে এবং সবার জন্য কমন কিছু পরামর্শ দিতে চাই।

যারা পরীক্ষার জন্য অনেক বেশি অধীর আগ্রহে অপেক্ষা করছে এবং যাদের কাছে পরীক্ষাটা আনন্দের বিষয় হতে যাচ্ছে, আমি অনুমান করছি- তারা হয়তো অনেক ভালো প্রস্তুতি নিয়েছে। তবুও তাদের উদ্দেশে বলব, তোমাদের প্রস্তুতিটা আরও ভালো করে শাণিত করে নাও। প্রস্তুতি অনেক ভালো নিয়েছো মনে করে আত্মতুষ্টিতে ভোগার কোনো সুযোগ নেই। কোনো বিষয়কে বেশি সহজ মনে করা কিংবা কোনো বিষয়কে কম গুরুত্ব দেওয়া মোটেও সমীচীন হবে না। সব বিষয়কে অবশ্যই গুরুত্ব দিতে হবে৷ কোনো সাবজেক্ট সহজ মনে হলে সেটিও ভালো করে পড়তে হবে, যথাযথভাবে রিভাইজ দিতে হবে। বিভিন্নভাবে প্র্যাকটিস করে নিজেকে যাচাই করতে হবে৷ আর কঠিন বিষয়ে অবশ্যই তুলনামূলক সময় বেশি দিতে হবে। সারা বছর যতই পড়াশোনা করে থাকো অনেক কিছুই ভুলে যেতে পারো। পরীক্ষার আগে এই সময়ে যত বেশি পড়বে তত বেশি মনে থাকবে এবং এতে করে পরীক্ষায় তোমাদের ভালো করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে। আগামী দিনগুলো সুন্দর করে ভাগ করে সাবজেক্ট অনুযায়ী দিন ও সময় নির্ধারণ করে পুরোপুরি পড়াশোনায় লেগে থাকতে হবে। কোনোভাবেই এখন সময় নষ্ট করা ঠিক হবে না।

আর পরীক্ষা এগিয়ে আসার সঙ্গে সঙ্গে যাদের টেনশন বেড়ে চলছে তাদের উদ্দেশে বলব, এই মুহূর্তে টেনশন করার কোনো দরকার নেই। ভালোভাবে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে থাকো, দেখবে টেনশন কমে যাবে। পড়াশোনা যত কম করবে, বই-পুস্তকে সময় যত কম দেবে ততই তোমার টেনশন বাড়বে। কিন্তু বিশ্বাস করো, পড়াশোনায় বেশি সময় দিলে তুমি টেনশন করার সময়ই পাবে না। এতে তোমার আত্মবিশ্বাস দ্রুত বাড়তে থাকবে। আর টেনশন একদম উধাও হয়ে যাবে। প্রস্তুতি ভালো হবে। পরীক্ষাও ভালো হবে। উপরে উল্লিখিত কৌশল অবলম্বন করবে। তোমার দুর্বলতাগুলো চিহ্নিত করতে হবে। একটু সময় দিয়ে, মনোযোগ দিয়ে পড়াশোনা করে দুর্বলতাগুলো দূর করতে হবে। আর পারা বিষয় ও জানা বিষয়গুলো দ্রুত রিভাইজ করতে পারো।

আর তৃতীয় শ্রেণিভুক্তদের বিষয়ে আমার বক্তব্য হলো, দশটি বছর স্কুলজীবনে কষ্ট করে একটি একটি ক্লাসে উত্তীর্ণ হয়ে এখন এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ। তোমাদের নিয়ে মা-বাবার বুকভরা স্বপ্ন। তোমরা পড়াশোনা করে বড় কিছু হবে। উন্নত ক্যারিয়ার গড়বে কিংবা ভালো কিছু করবে। ছোটবেলা থেকে তোমাকে বড় করা এবং তোমাকে পড়াশোনা করানোর জন্য তারা যে কষ্ট আর ত্যাগ স্বীকার করেছেন, তা নিশ্চয়ই বিফলে যাবে না। তোমাদের প্রতি অনুরোধ, এই সময়ে পড়াশোনায় একদম অবহেলা করবে না। মনোযোগ দিয়ে পড়াশোনা করতে থাকো। দেখবে, তকদির ভালো হলে অপ্রত্যাশিত সাফল্যও তোমার কাছে ধরা দিতে পারে।

সবার জন্য যে কথাটি বলা প্রয়োজন মনে করছি তা হলো- আমাদের অনেক শিক্ষার্থী বুঝেই না যে, কোনো একটি নির্দিষ্ট বিষয়ে অধিকাংশ ক্ষেত্রে শুধু মনোযোগের ঘাটতির কারণেই সে বিষয়ে তাদের দুর্বলতা তৈরি হয়। এভাবে তাদের মধ্যে পড়াশোনা নিয়ে ধীরে ধীরে একটা ভীতিও জাগতে থাকে। অথচ প্রয়োজনীয় মনোযোগ দিলেই সেই দুর্বলতা দূর হয়ে যায়! এ বিশ্বাস ও মনোবল ধারণ করেই চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে। পড়াশোনায় সময় দিতে হবে, মনোযোগ দিতে হবে।

প্রত্যেক শিক্ষার্থীকে বলব, প্রস্তুতির ক্ষেত্রে তোমাকে অবশ্যই কৌশলী হতে হবে। এ ক্ষেত্রে সবার কৌশল এক রকম নাও হতে পারে। সবাই নিজের জন্য প্রযোজ্য কৌশলগুলো প্রয়োগ করবে। পরীক্ষার আগে এই সময়ে এবং পরীক্ষার সময়ে স্বাস্থ্যের প্রতিও বিশেষ খেয়াল রাখতে হবে। সাধ্য অনুযায়ী পুষ্টিকর খাবার খাওয়া ও প্রয়োজন অনুযায়ী ঘুমাতে হবে। এই সময়ে পড়াশোনা বহির্ভূত অহেতুক আড্ডা, বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া, আত্মীয়স্বজনের বাড়িতে বেড়াতে যাওয়া থেকে বিরত থাকতে হবে। লম্বা সময় টিভি দেখে, মোবাইল ফোন বা ফেসবুকে অথবা গল্প করে সময় নষ্ট করা যাবে না।

পড়াশোনা করতে করতে ক্লান্তি বা একঘেয়েমি তৈরি হলে অল্প পরিমাণ খেলাধুলা বা বিনোদন করা যেতে পারে। তবে এখন সব বিষয়ে অবশ্যই সময় সচেতন হতে হবে।

পরীক্ষার হলে নকল করা বা অসদুপায় অবলম্বন করার চিন্তা সম্পূর্ণ পরিহার করতে হবে। ভালোভাবে প্রস্তুতি নিয়েই পরীক্ষার হলে যেতে হবে। তবেই পরীক্ষা ভালো হবে এবং সাফল্য তোমাদের কাছে ধরা দেবে।

লেখক: উপজেলা নির্বাহী কর্মকর্তা, লোহাগাড়া, চট্টগ্রাম।

সংবাদটি শেয়ার করুন

মতামত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :