চাঁপাইনবাবগঞ্জে ৬৪ বস্তা সার জব্দ, ব্যবসায়ীর জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২২, ২২:৪৫ | প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর ২০২২, ২২:৪৪

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অবৈধভাবে রাসায়নিক সার মজুদ ও বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ৬৪ বস্তা ডিএপি সার জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে উপজেলার মুর্সিদা বাজারে অভিযান চালিয়ে এ অর্থদণ্ড দেন নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুর নূর।

উপজেলা কৃষি কর্মকর্তা জানান, অবৈধভাবে এবং লাইসেন্সবিহীন মের্সাস আকতারুলের খুচরা বালাইনাশকের দোকানে ৬৪ বস্তা ডিএপি সার মজুত এবং দোকানের লাইসেন্স না থাকায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৬৪ বস্তা ডিএপি সারও জব্দ করা হয়। জব্দ সার উপজেলার বিভিন্ন এলাকায় কৃষকের কাছে সরকার নির্ধারিত দামে বিক্রি করা হবে বলেও জানান তিনি।

(ঢাকাটাইমস/০৮সেপ্টেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :