নির্মাণসামগ্রীর দাম সমন্বয়ের দাবি নড়াইলে

প্রকাশ | ১০ সেপ্টেম্বর ২০২২, ০৯:০৫

নড়াইল প্রতিনিধি, ঢাকাটাইমস

নড়াইল ঠিকাদার সমিতি নির্মাণসামগ্রীর প্রস্তাবিত রেট বাতিল করে নতুন রেট সমন্বয়ের দাবিতে আলোচনা সভা করেছে। 

বৃহস্পতিবার দুপুরে শহরের অভিলাষ কমিউনিটি সেন্টারে নড়াইল ঠিকাদার সমিতির সভাপতি মো. আজহারুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় বক্তব্য দেন ঠিকাদার মো. জাহাঙ্গীর কবীর, রফিকুল ইসলাম রফিক, সিকদার তোফায়েল আহম্মেদ, বাচ্চু সিকদার, মো. জাকির হোসেন, মনিরুল ইসলাম, ওয়াহিদুজ্জামান ইকবল, তরিকুল ইসলাম উজ্জল, তারিক হাসান, হাফিজুর রহমান, কুশল প্রমুখ।

বক্তারা নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধির কারণে প্রস্তাবিত রেট বাতিল করে নতুন দাম সমন্বয়সহ ঠিকাদারদের অফিসিয়াল হয়রানি বন্ধের দাবি জানান। এছাড়া ঠিকাদারি কাজের কার্যাদেশ প্রদানকারি বিভিন্ন অফিসের কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতি অনিয়ম ও উৎকোচ আদায়সহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এসব সমস্যা সমাধানে ঠিকাদারদের কল্যানে একযোগে একতাবদ্ধ ভাবে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন।

(ঢাকাটাইমস/১০সেপ্টেম্বর/এসএম)