কুষ্টিয়ায় ভূমি অফিসের কর্মচারীকে কুপিয়ে হত্যা

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ সেপ্টেম্বর ২০২২, ১৬:২৪

কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহে পূর্ব বিরোধের জের ধরে প্রকাশ্যে চায়ের দোকানে ইউনিয়ন ভুমি অফিসের চতুর্থ শ্রেণির এক কর্মচারীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত ওই কর্মচারীর নাম আব্দুর রাজ্জাক (৫৫)।

শনিবার সকাল ৯টার দিকে উপজেলার শিলাইদহ ইউনিয়নের কোমরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রাজ্জাক ওই এলাকার প্রয়াত আয়ূব আলীর ছেলে। তিনি ওই ইউনিয়ন ভুমি অফিসের চতুর্থ শ্রেণির কর্মচারী (পিয়ন) হিসাবে কর্মরত ছিলেন।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, সকালে একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন আব্দুর রাজ্জাক। স্থানীয় খাঁ ও বিশ্বাস গ্রুপের কয়েকজন এসে তাকে কুপিয়ে রক্তাক্ত করে। এসময় ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরো জানায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলছে। সেটিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে। এলাকায় উত্তেজনা বিরাজ করায় সংঘাত এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

(ঢাকাটাইমস/১০সেপ্টেম্বর/এসএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :