সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের কার্যনির্বাহী কমিটির সভাপতি আব্দুস সাত্তার, সম্পাদক শফিকুল

প্রকাশ | ১১ সেপ্টেম্বর ২০২২, ১৭:০৭ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২২, ১৭:২৩

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার স্বনামধন্য সাংবাদিক সংগঠন সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের সভাপতি হিসেবে আব্দুস সাত্তার প্রধান এবং সাধারণ সম্পাদক হিসেবে হাজী শফিকুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

রবিবার (১১ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় অবস্থিত সোনারগাঁও শপিং কমপ্লেক্সের চতুর্থ তলায় ক্লাবের নিজস্ব কার্যালয়ে আগের কমিটির সভাপতি আব্দুস সাত্তার প্রধানের সভাপতিত্বে এক জরুরি সভার আয়োজন করা হয়।

এই সভায় পূর্বের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় দ্বি-বার্ষিক সভার আয়োজন করা হয়।

এ সময় সকল সদস্যদের উপস্থিতিতে সর্ব সম্মতিক্রমে মৌখিক কণ্ঠ ভোটের মাধ্যমে সভাপতি হিসেবে দৈনিক ভোরের কাগজ ও দৈনিক মানবকন্ঠ পত্রিকা সোনারগাঁও প্রতিনিধি আব্দুস সাত্তার প্রধানকে সভাপতি ও দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার সোনারগাঁও প্রতিনিধি হাজী মো. শফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। 

এছাড়া ২০০৬ সালের ১ জানুয়ারি থেকে প্রতিষ্ঠিত সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের কার্যকরী কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দ্যা অ্যাপারেল নিউজের ষ্টাফ রিপোর্টার মোস্তাফিজুর রহমান মাসুম, সহ-সভাপতি হিসেবে দৈনিক আমাদের কণ্ঠের নারায়ণগঞ্জ প্রতিনিধি একেএম কামরুজ্জামান মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক যায়যায়দিন পত্রিকার সোনারগাঁও প্রতিনিধি কামরুজ্জামান রানা, সাংগঠনিক সম্পাদক হিসেবে দৈনিক করতোয়ার বিল্লাল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দৈনিক ইয়াদের আরাফাত হোসেন সিফাত, অর্থ সম্পাদক দৈনিক আজকালের খবরের মো. আকাশ মিয়া, দপ্তর সম্পাদক দৈনিক ঢাকা টাইমস পত্রিকার মো. ইমরান, প্রচার সম্পাদক হিসেবে দৈনিক মুক্তখবরের মো. শাহীন, সাংবাদিক কল্যাণ সম্পাদক এসএম মনির হোসেন দৈনিক সবুজ নিশান, কার্যকরী সদস্য দৈনিক ডেলটা টাইমস পত্রিকার কামাল উদ্দিন ভূঁইয়া, দৈনিক নবচেতনার হাবিবুর রহমান, সদস্য হিসেবে দৈনিক দিনপ্রতিদিনের মো. পারভেজ, দৈনিক ভোরের চেতনার লতিফুর রহমান দিপু, দৈনিক অধিকরণের আব্দুল মোতালেব প্রধান।

(ঢাকাটাইমস/১১সেপ্টেম্বর/এসএ)