জেলা পরিষদ নির্বাচন

নড়াইলে নৌকা পেলেন সুবাস বোস

নড়াইল প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, ১৭:৩৮ | প্রকাশিত : ১১ সেপ্টেম্বর ২০২২, ১৭:৩৩

নড়াইল জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস। তিনি জেলা পরিষদের সাবেক প্রশাসক।

শনিবার রাতে গণভবনে মনোনয়ন বোর্ডের সভায় তার নাম চূড়ান্ত করা হয়।

এদিন জেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীদের নামের তালিকা চূড়ান্ত করা হয়। আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

এদিকে নড়াইল জেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ায় সুবাস চন্দ্র বোসকে অভিনন্দন জানিয়েছেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু।

তিনি বলেন, আমার শ্রদ্ধেয় অগ্রজ অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসকে নড়াইল জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রদান করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সঙ্গে সুবাস চন্দ্র বোসকে শুভেচ্ছা ও অভিনন্দন। নড়াইল জেলা পরিষদের নৌকাকে বিজয়ী করব।

এছাড়া দলীয় নেতাকর্মীরা সুবাস চন্দ্র বোসকে অভিনন্দন জানিয়েছেন।

অন্যদিকে, কে হচ্ছেন বিদ্রোহী, স্বতন্ত্র ও বিভিন্ন দলের প্রার্থী; তা নিয়ে সর্বত্র আলোচনা-সমালোচনা চলছে। এছাড়া সদস্য পদে কারা প্রার্থী হচ্ছেন, তা নিয়ে ভোটার ও সাধারণ মানুষসহ রাজনৈতিক অঙ্গনে কৌতুহল রয়েছে। এজন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামি ১৫ সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। দলীয় সূত্রে জানা গেছে, নড়াইল জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১১জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে-জেলা পরিষদের বিদায়ী চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, জেলা পরিষদের প্রশাসক সুলতান মাহমুদ বিপ্লব, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, গত জেলা পরিষদ নির্বাচনে দল মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আইয়ুব আলী, সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ আলী, সহ-সভাপতি অ্যাডভোকেট গোলাম নবী, সদস্য মোল্যা এমদাদুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অচিন চক্রবর্তী, লোহাগড়া উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমির লিটু, কালিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খান শামীমূর রহমান এবং জেলা যুবলীগের আহবায়ক ওয়াহিদুজ্জামান।

তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নড়াইল জেলা পরিষদ নির্বাচনে ভোটার সংখ্যা ৫৫২ জন। তফসিল অনুযায়ী আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর ও বাছাই ১৮ সেপ্টেম্বর। আপিল ১৯ থেকে ২১ সেপ্টেম্বর। আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর। প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর। আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

(ঢাকাটাইমস/১১সেপ্টেম্বর/এসএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :