সিংড়ায় চোরাই সেচ পাম্প ও ট্রান্সফর্মার উদ্ধার, আটক ৪

প্রকাশ | ১১ সেপ্টেম্বর ২০২২, ২১:৫২ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২২, ২২:০৪

সিংড়া (নাটোর) প্রতিনিধি, ঢাকাটাইমস

নাটোরের সিংড়ায় অভিযান চালিয়ে ২৫টি চোরাই সেচ পাম্প ও ৩টি বৈদ্যুতিক ট্রান্সফর্মার উদ্ধার করেছে পুলিশ। রবিবার বিকালে উপজেলার বামিহাল বাজারের আল্লাহর দান টেলিকম অ্যান্ড ইলেকট্রনিক্স ও এর স্বত্ত্বাধিকারী দুলাল হোসেনের বাড়ি থেকে এই চোরাই মালামাল উদ্ধার করা হয়। এ ঘটনায় শুকাস ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল কুদ্দুসসহ চারজনকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন- উপজেলার ইটালী ইউনিয়নের পাকুরিয়া গ্রামের মনিরুল ইসলাম (২১), রাজু আহমেদ (৩০) ও কারিম (২৬) এবং বামিহাল গ্রামের বিএনপি নেতা আব্দুল কুদ্দুস (৫০)।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর-এ-আলম সিদ্দিকী বলেন, গোপন সংবাদে দিনভর বামিহাল অভিযান চালিয়ে একটি টেলিকম অ্যান্ড ইলেকট্রনিক্স দোকান ও বাড়ি থেকে প্রায় ২০ থেকে ২৫টি চোরাই সেচ পাম্প ও ৩টি বৈদ্যুতিক ট্রান্সফর্মার জব্দ করা হয়েছে। এখন পর্যন্ত চারজনকে আটক করা হয়েছে। তবে অভিযান অব্যাহত রয়েছে।

(ঢাকাটাইমস/১১সেপ্টেম্বর/এলএ)