আ.লীগ সমর্থিত যুবকেরা আমার মনোনয়নপত্র ছিনিয়ে নিয়েছে: অভিযোগ স্বতন্ত্র প্রার্থী আসমার

নেত্রকোনা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২, ১২:৪৪ | প্রকাশিত : ১১ সেপ্টেম্বর ২০২২, ২২:২৩

নেত্রকোনা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আসমা আশরাফের মনোনয়নপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

রবিবার দুপুরে শহরের মাইক্রোস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

আসমা আশরাফ জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য। তিনি জেলা কৃষক পার্টির আহ্বায়ক ও জেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্য।

জেলা প্রেস ক্লাবের সামনে রবিবার বিকাল ৩টায় নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে আসমা আশরাফ বলেন, দুপুরে বাসা থেকে কাগজপত্র নিয়ে জেলা নির্বাচন কার্যালয়ে যাচ্ছিলাম। পথে শহরের মাইক্রোস্ট্যান্ড এলাকায় গতিরোধ করে আওয়ামী লীগ সমর্থিত কয়েকজন যুবক আমার অটোরিকিশায় ওঠে। এরপর নির্বাচন অফিসের সিঁড়ি থেকে তারা আমার কাগজপত্র ছিনিয়ে নেয়।

তিনি বলেন, বিষয়টি জেলা প্রশাসককে জানালে তিনি নির্বাচন কর্মকর্তার সঙ্গে আলোচনা করে থানায় জিডি করার কথা পরামর্শ দেন।

প্রেস ক্লাবে আসার সময় ক্লাবের সামনে তার মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করা হয় বলেও জানান আসমা আশরাফ।

পরে ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ আমাকে প্রেস ক্লাবের সামনে থেকে নির্বাচন কার্যালয়ে নিয়ে যায়। সেখান থেকে তারা আমাকে থানায় নিয়ে যাবে। থানায় আমি লিখিত অভিযোগ করব, বললেন আসমা আশরাফ।

তবে এ বিষয়ে কিছু শোনেনি বলে জানালেন জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খান। আওয়ামী লীগের কেউ এ ঘটনার সঙ্গে জড়িত নয় বলেও দাবি করেন তিনি। বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন বলেও আশ্বাস দেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ শেখ বলেন, বিষয়টি আমি জানি না। আমাদের কাছে এমন কোনো তথ্য নেই। এ বিষয়ে কেউ কোনো অভিযোগও করেননি।

জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, আমার কাছে তিনি এসেছিলেন। আমি তাকে পরামর্শ দিয়েছি থানায় গিয়ে অভিযোগ করতে। উনি চাইলে আমার কাছেও মনোনয়নপত্র জমা দিতে পারবেন।

(ঢাকাটাইমস/১২সেপ্টেম্বর/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :