গাইবান্ধায় অবৈধভাবে মজুদ ৮০০ বস্তা সার জব্দ

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ সেপ্টেম্বর ২০২২, ১২:৩২

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের একটি গোডাউন থেকে অবেধভাবে মজুদ করা ৮০০ বস্তা টিএসপি সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার রাতে উপজেলার সহকারি কমিশনার ভূমি এস এম আব্দুল্লাহ-বিন-শফিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযানে মহিমাগঞ্জ ইউনিয়নের কুমিড়াডাঙ্গা গ্রামের শাহ্ আলম আকন্দের বাড়ির নিচ তলার গোডাউন থেকে সারগুলো জব্দ করা হয়। এ সময় বাড়ি মালিক শাহ্ আলম আকন্দকে ৩০ হাজার জরিমানা করা হয়।

গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি অফিসার রেজা-ই-মাহমুদ ঢাকাটাইমসকে বলেন, মহিমাগঞ্জ ইউনিয়নের কুমিড়াডাঙ্গা গ্রামের শাহ্ আলম আকন্দের বাড়ি থেকে বিপুল টিএসপি সার জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত শাহ্ আলম আকন্দকে ৩০ হাজার জরিমানা করেন।

তিনি আরো বলেন, জব্দ সারগুলো মহিমাগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান আনারুল ইসলামের জিম্মায় রাখা হয়েছে। পাশাপাশি জব্দকৃত ৮০০ বস্তা সার মিলগেটের দরে এক হাজার টাকা করে প্রকৃত কৃষকদের মাঝে বিক্রি করে ওই অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

(ঢাকাটাইমস/১২সেপ্টেম্বর/এসএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :