নোয়াখালীতে এমপি একরামের প্রতিবাদ সমাবেশে নেতাকর্মীদের ঢল

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ সেপ্টেম্বর ২০২২, ২১:৫৬

বিএনপি-জামায়াত কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অশ্লীল বক্তব্য ও কটূক্তির প্রতিবাদে নোয়াখালীর সুবর্ণচরে প্রতিবাদ সমাবেশ করেছেন নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগে আহবায়ক কমিটির সদস্য একরামুল করিম চৌধুরী।

সোমবার বিকালে সুবর্ণচর উপজেলা পরিষদ সংলগ্ন তিন রাস্তার মোড়ে সাংসদ একরামুল করিম চৌধুরীর উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- একরামুল করিম চৌধুরী এমপি।

এছাড়া বক্তব্য দেন- জেলা আ.লীগের সদস্য একেএম সামছুদ্দিন জেহান, জেলা যুবলীগের আহ্বায়ক ইমন ভট্ট, সুবর্ণচর উপজেলা যুবলীগের আহ্বায়ক আমিনুল ইসলাম রাজীবসহ একরাম সমর্থিত আ.লীগের নেতাকর্মীরা।

এমপি একরাম বলেন, বিএনপির ক্ষমতাকালে এ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান সুবর্ণচর উপজেলায় কোনো পাকা রাস্তা করেননি। বর্তমানে সুবর্ণচরের প্রায় সব সড়কই পাকা। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে উপজেলার কোনো রাস্তাই কাঁচা থাকবে না, সবই পাকা হয়ে যাবে। এ উপজেলায় বিগত সময়ে ৫৬ হাজার একর খাস জমি বন্দোবস্ত হয়েছে। যা বন্দোবস্ত দেয়ার সময় কোনো ঘুষ গ্রহণ করেনি তিনি বা তার নেতাকর্মীরা। তিনি শেখ হাসিনার বিরুদ্ধে কটূক্তিকারীদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

(ঢাকাটাইমস/১২সেপ্টেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :