শ্রীলঙ্কার রাজপথে শানাকাদের শিরোপা উৎসব

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর ২০২২, ১৬:৪১

মাস খানেক আগে শ্রীলঙ্কা সরকার ব্যবস্থায় পরিবর্তন আসলেও এখন দেশটিতে অস্থিরতা বিরাজমান। এমতাবস্থায় এশিয়া কাপের শিরোপা জিতে দেশটিকে আনন্দের বন্যা উপহার দিয়েছেন দাসুন শানাকা বাহিনী। সংযুক্ত আরব আমিরাত থেকে ফিরে দেশটির রাজপথে শিরোপা উৎসব করছেন লঙ্কান ক্রিকেটাররা।

কাটুয়ানায়ের বন্দরানায়েক আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার সকাল স্থানীয় সময় ভোর সাড়ে ৬টায় নাগাদা পৌঁছায় লঙ্কান ক্রিকেটারদের বহনকারী বিমানটি। এরপর হাসিমুখে বিমান থেকে একে একে বেরিয়ে আসেন ক্রিকেটাররা। ভোরবেলায় শানাকা-রাজাপাকসে-হাসারাঙ্গাদের সাদরে গ্রহণ করার জন্য হাজারও মানুষ অপেক্ষা করেন।

এরপর সেখান থেকে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের কার্যালয় পর্যন্ত ছাদ খোলা বাসে করেই যান ক্রিকেটাররা। এসময় রাস্তার দুই পাশ জুড়েই ছিল মানুষের ভিড়। তাদের সামনে শিরোপা উঁচিয়ে ধরার পাশাপাশি কারও ব্যাট, কারও জার্সি, আবার কারও পতাকায় অটোগ্রাফ দেন দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, ভানুকা রাজাপাকসেরা।

ফাইনালের ম্যাচসেরা খেলোয়াড় ভানুকা রাজাপাকসা এই ট্রফি দেশবাসীকে উৎসর্গ করেন, ‘একটি জাতি হিসেবে যে সংকটের মধ্যে আমরা আছি, তার মধ্যে এমন জয় সত্যিই দারুণ বলে মনে করি আমি। শ্রীলঙ্কানদের জন্য কঠিন সময় যাচ্ছে এবং আমরা খুশি। আমরা বিশ্বাস করি, তাদের মুখে হাসি ফোটাতে পেরেছি।’

উল্লেখ্য, পাকস্তিানের বিপক্ষে এশিয়া কাপের ফাইনালে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭০ রান তুলে শ্রীলঙ্কা। রান তাড়া করতে নেমে ১৪৭ রানে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংসে। ফলে ২৩ রানের জয় নিয়ে ষষ্ঠবারের মতো শিরোপা নিজেদের করে নেয় লঙ্কানরা।

(ঢাকাটাইমস/১৩সেপ্টেম্বর/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

পাকিস্তানে যেতে নারাজ ভারত, চ্যাম্পিয়ন্স ট্রফিও হাইব্রিড মডেলে!

পরীক্ষা-নিরীক্ষার পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন তেভেজ

টি-টোয়েন্টি বিশ্বকাপের শুভেচ্ছাদূত গতিমানব উসাইন বোল্ট

বার্সাতেই থাকছেন জাভি!

২৬ এপ্রিল থেকে ক্যাম্প শুরু টাইগারদের, প্রবেশ নিষেধ গণমাধ্যমের

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

এই বিভাগের সব খবর

শিরোনাম :