ঝালকাঠিতে পুলিশ হেফাজতে যুবকের মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২২, ২০:১২ | প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর ২০২২, ২০:১০

ঝালকাঠি সদর থানায় পুলিশি হেফাজতে এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ বলছে নেশাগ্রস্ত এই যুবক আত্মহত্যা করেছে। মঙ্গলবার বিকাল ৫টার দিকে সদর থানার নারী শিশু হেল্প ডেক্স রুমে এ ঘটনা ঘটে।

এদিকে নিহত যুবকের পরিবার বলছে এ ব্যাপারে তাদের কোন অভিযোগ নেই।

নিহত যুবকের নাম রাজেস রায় (২২)। তিনি পূর্ব চাদকাঠির অমল রায়ের ছেলে। পুলিশ এবং নিহতের বাবা জানান, মঙ্গলবার বিকালে রাজেস রায় তার বাবা অমল রায়কে দা দিয়ে ধাওয়া করেন। এসময় এলাকাবাসী ৯৯৯ এ ফোন দিলে সদর থানা থেকে পুলিশ গিয়ে রাজেসকে আটক করে থানায় নিয়ে আসে। থানায় তাকে নারী শিশু হেল্প ডেক্স রুমে রাখা হয়।

ঝালকাঠি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মইনুল হক জানান, এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে পুলিশ রাজেসকে থানায় নিয়ে আসে। বিকাল ৫টায় নারী শিশু হেল্প ডেক্স রুমে রাজেস নিজের পরিহিত লুঙ্গি ফ্যানের সঙ্গে ঝুলিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এ সময় পুলিশ সদস্যরা এ অবস্থা দেখে রাজেসকে দ্রুত সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লাশ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ঝালকাঠি সদর থানায় আবাাসিক চিকিৎসক ডা. টিএম মাহদি হাসান হাসান সানি জানান, হাসপাতালে আনা হলে রাসেজকে পরীক্ষা করে মৃত অবস্থায় পাওয়া যায়। ময়নাতদন্ত শেষে তার মৃত্যুর কারণ জানা যাবে।

(ঢাকাটাইমস/১৩সেপ্টেম্বর/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :