মাদারীপুরে গরু খামারির বাড়িতে ডাকাতি

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ১৩:৫৯ | প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০২২, ১৩:৩৭

মাদারীপুরের রাজৈরে গরু খামারির বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় নগদ দুই লাখ টাকা, ছয় ভরি স্বর্ণালংকার, মুঠোফোনসহ অন্তত ৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতরা।

মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার পশ্চিম রাজৈরের আলমতস্তার মোল্লা বাড়িতে ডাকাতির এ ঘটনা ঘটে।

এদিকে এ ঘটনায় বুধবার সকালে রাজৈর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এসময় ডাকাতদের একটি অস্ত্র পাওয়া গেছে।

রাজৈর থানার উপ-পরিদর্শক ইখতিয়ার আহমেদ জানান, মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে গরু খামারি রবিউল মোল্লার বাড়িতে বাথরুমের টিন কেটে ঘরে প্রবেশ করে ডাকাতরা। এসময় ৭ থেকে ১০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল তাদের অস্ত্রের মুখে জিম্মি করে রশি দিয়ে বেঁধে ফেলে।

পরে তার ব্যবসায়ের নগদ দুই লাখ টাকা, ৬ ভরি স্বর্ণালংকার, মোবাইল সেটসহ অন্তত ৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এসময় রবিউল মোল্লা ও তার স্ত্রীকে চোখ ও হাত-পা বেঁধে রেখে যায়। পরে বুধবার সকালে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে।

রবিউল মোল্লা জানান, আমার বাড়িটি খালি জায়গায় হওয়ায় তারা পূর্ব পরিকল্পিতভাবে ডাকাতি করছে। আমি কিছু লোককে চিনতে পেরেছি। এদের বিরুদ্ধে রাজৈর থানায় অভিযোগ দায়ের করবো।

(ঢাকাটাইমস/১৪সেপ্টেম্বর/এসএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :