মাহমুদউল্লাহকে বাদ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস ডেস্ক
| আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ১৬:২০ | প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০২২, ১৫:২৯

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে বাদ দিয়েই ১৫ সদস্যের টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।

বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন আজ বুধবার মিরপুরে ১৫ জনের দল ঘোষণা করেন। নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজেও খেলবে একই দল।

বেশ কয়েকদিন ধরে সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের বিশ্বকাপ দলে থাকা না থাকা নিয়ে আলোচনা চলছে। টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন এই স্পিন অলরাউন্ডারের ইস্যুতে খোলামেলা কথা বললেও পাকাপাকি কিছু বলছিলেন না। দলের নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমন আগেভাগেই মুখে তালা দিয়েছেন। শেষপর্যন্ত তাকে ছাড়াই ঘোষণা করা হলো বিশ্বকাপের দল।

মঙ্গলবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ইঙ্গিত দেন, বিশ্বকাপের স্কোয়াডে মাহমুদউল্লাহকে নাও দেখা যেতে পারে। তবে তিনি নিশ্চিত নন। একই সঙ্গে তিনি পথ দেখিয়ে বলেছেন, ‘মাহমুদউল্লাহ চাইলে তাকে মাঠ থেকে বিদায়ের ব্যবস্থা করে দেবে বিসিবি।’ বুধবার দল ঘোষণার পর সেই ইঙ্গিত স্পষ্ট হলো।

সবশেষ এশিয়া কাপের দল থেকে বাদ পড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ, এনামুল হক বিজয়, নাইম শেখ, শেখ মেহেদি হাসান ও পারভেজ হোসেন ইমন। অবসর নেওয়ায় দলে নেই মুশফিকুর রহিম। তাদের জায়গায় এসেছেন লিটন দাস, ইয়াসির আলি রাব্বি, নুরুল হাসান সোহান, নাজমুল হোসেন শান্ত ও হাসান মাহমুদ।

নতুন দলে অধিনায়ক সাকিব আল হাসানের ডেপুটি হিসেবে বেছে নেওয়া হয়েছে নুরুল হাসান সোহানকে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল

সাকিব আল হাসান (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, লিটন দাস, ইয়াসির আলী, নুরুল হাসান (সহ-অধিনায়ক), মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, নাজমুল হোসেন। স্ট্যান্ডবাই: শরীফুল ইসলাম, রিশাদ হোসেন, মেহেদী হাসান, সৌম্য সরকার।

স্ট্যান্ডবাই: শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, মেহেদী হাসান ও সৌম্য সরকার।

(ঢাকাটাইমস/১৪সেপ্টেম্বর/আরআর/ইএস)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

মুখোমুখি হচ্ছে কেকেআর ও আরসিবি, আলোচনায় কোহলি-গম্ভীর দ্বৈরথ

সাকিব যে দলে খেলে, সে দল ভাগ্যবান: নিক পোথাস

যুক্তরাষ্ট্রের হয়ে অভিষেক হচ্ছে ৩৬ বলে সেঞ্চুরি করা কোরি অ্যান্ডারসনের

লিটনের রানে ফেরা নিয়ে যা বললেন টাইগার কোচ নিক পোথাস

মেসির খেলার খবর শুনেই শেষ ম্যাচের টিকিট

এবার জিম্বাবুয়ে সিরিজেও সৌম্যকে নিয়ে শঙ্কা

বিশ্বকাপের আগে পাকিস্তানের আরও এক টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

এই বিভাগের সব খবর

শিরোনাম :