জেলের বড়শিতে ধরা পড়ল ৯২ কেজি আইড় মাছ

নীলফামারী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০২২, ১৬:৩৮

নীলফামারীর ডিমলা উপজেলা পাগলপাড়া গোরিং এলাকায় তিস্তা নদীতে জেলেদের বড়শিতে ধরা পড়েছে ৯২ কেজি ওজনের একটি আইড় মাছ।

বুধবার ভোরের দিকে কয়েকজন জেলে তিস্তা নদীতে মাছ ধরতে যায়। কয়েকবার বড়শি টেনে মাছ ধরতে না পেয়ে হতাশ হয়ে পড়েন জেলেরা। পুনরায় বড়শি টানা শুরু করেন। তার কিছুক্ষণ পরই এই আইড় মাছটি ধরা পড়ে।

পর ডিমলা উপজেলার ডালিয়া ২নং বাজারে মাছটি নিয়ে গেলে তার বাজার মূল্য ১ লাখ ১০ হাজার টাকা দিয়ে খেলাসু নামের এক মাছ ব্যবসায়ী কিনে নেন। তারপরে তিনি মাছটি নীলফামারীর বড় বাজারে বিক্রির জন্য পাঠিয়ে দেয়। পরে বাজারে ১৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

আব্দুস সবুর নামে এক ব্যক্তি জানান, মাছটি জালাল উদ্দিন নামের এক জেলের বড়শিতে মাছটি ধরা পড়ে। আমরা তিস্তা পাড়ের মানুষ অনেক খুশি। আর নদীতে সহজে এত বড় মাছ ধরা পড়ে না।

(ঢাকাটাইমস/১৪সেপ্টেম্বর/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :