চুয়াডাঙ্গায় ৫৮ স্বর্ণের বারসহ এক চোরাকারবারি আটক

প্রকাশ | ১৫ সেপ্টেম্বর ২০২২, ১৭:৪৫

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস

চুয়াডাঙ্গার দামুড়হুদায় অভিযান চালিয়ে ৫৮ টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় চুয়াডাঙ্গা-৬ বিজিবির সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্নেল শাহ মোহাম্মদ ইশতিয়াক বিয়ষটি নিশ্চিত করেছন।

আটককৃত রকিবুল ইসলাম নাস্তিপুর গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে।

শাহ মোহাম্মদ ইশতিয়াক জানান, দামুড়হুদা উপজেলার নাস্তিপুর গ্রামে সোনা চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে বেলা ১১ টার দিকে সেখানে অভিযান চালায় বিজিবি। এসময় নাস্তিপুর গ্রামের কবরস্থান এলাকায় মোটরসাইকেলসহ রকিবুল ইসলাম নামে এক যুবককে আটক করা হয়। পরে তার মোটরসাইকেলটি তল্লাশি করে ৫৮ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ৯ কেজি ৮৬০ গ্রাম। উদ্ধারকৃত স্বর্ণের বারের আনুমানিক মূল্য ৬ কোটি ৬০ লাখ ৩৫ হাজার ৭৪০ টাকা।

তিনি আরও জানান, আটককৃতকে দর্শনা থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে প্রচলিত আইনে একটি মামলা দায়ের করা হবে। উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেওয়া হবে।

(ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/এসএ)