পিছিয়ে পড়েও ডর্টমুন্ডকে হারাল ম্যান সিটি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০২২, ১৭:৪৮

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খেলায় ৭৯তম মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও হার নিয়েই মাঠ ছাড়তে হলো জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডকে। বুধবার রাতে সাবেক ক্লাবের বিপক্ষে দুর্দান্ত এক গোল করেছেন আর্লিং হালান্ড। জয় নির্ধারণী সেই গোলের সুবাদে ডর্টমুন্ডকে ২-১ গোল ব্যবধানে হারিয়েছে ইংলিশ জায়ান্ট ক্লাব ম্যানচেস্টার সিটি।

ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচে বল দখলে একচ্ছত্র আধিপত্য বিস্তার করলেও আক্রমণে খুব বেশি সুবিধা করতে পারেনি ম্যানচেস্টার সিটির ফুটবলাররা। ইতিহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ৬৬ শতাংশ সময় নিজেদের কাছে বল রেখেছিলো স্বাগতিক দলের ফুটবলাররা। আর প্রতিপক্ষের গোলবার বরাবর শট নিয়েছে মোট তিনটি। এর মধ্যে গোল হয়েছে দুটি।

অন্যদিকে পুরো ম্যাচের মাত্র ৩৪ শতাংশ সময় নিজেদের নিয়ন্ত্রণে বল রাখতে সক্ষম হয়েছে সফররত বরুশিয়া ডর্টমুন্ডের ফুটবলাররা। আর প্রতিপক্ষের গোলবার বরাবর শট নিতে পেরেছে মাত্র দুটি। এর মধ্যে গোল হয়েছে মাত্র একটি।

ম্যাচের প্রথমার্ধ গোলশূন্যতে শেষ হওয়ার পর ৫৬তম মিনিটে এগিয়ে যায় ডর্টমুন্ড। পিছিয়ে পড়া সিটিকে সমতায় ফেরান জন স্টোনস। এর চার মিনিট পর দুর্দান্ত এক গোলে দলকে জয় এনে দেনে আর্লিং হালান্ড।

এ জয়ের ২ ম্যাচে সর্বোচ্চ ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে ম্যানচেস্টার সিটি। সমান ম্যাচে তিন পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে অবস্থান করছে বরুশিয়া ডর্টমুন্ড।

(ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :