সব ধরনের ক্রিকেট থেকে অবসরে উথাপ্পা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২, ০৩:২৮ | প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০২২, ১৯:২৮

সব ধরনের ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন বিশ্বকাপজয়ী ভারতীয় উইকেটকিপার ব্যাটার রবিন উথাপ্পা। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক টুইট বার্তার মাধ্যমে নিজের অবসরের কথা জানিয়েছেন এই ডানহাতি ব্যাটার।

টুইটারে সেই টুইট বার্তায় উথাপ্পা লিখেন, ‘আমার রাজ্য কর্নাটক ও দেশের প্রতিনিধিত্ব করা আমার কাছে সব থেকে বড় সম্মানের। সব ভালরই একটা শেষ আছে। কৃতজ্ঞতার সাথে আমি সব ধরনের ক্রিকেট থেকে অবসরের কথা জানাচ্ছি। সবাইকে অনেক ধন্যবাদ।’

উল্লেখ্য, ২০০৬ সালে ভারতের জার্সিগায়ে প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেট খিলতে নামেন উথাপ্পা। দেশের হয়ে ১৩টি টি-টোয়েন্টিতে ১টি হাফ-সেঞ্চুরিতে ২৪৯ রান করেন তিনি। ভারতের হয়ে ৪৬টি ওয়ানডে খেলেছেন উথাপ্পা। ৬টি হাফ-সেঞ্চুরিতে ৯৩৪ রান করেন তিনি। আর আইপিএলে ২০৫টি ম্যাচে ৪৯৫২ রান করেন উথাপ্পা।

(ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :