গ্রেপ্তার আতঙ্কে নাজিরপুরে বিএনপি নেতাকর্মীরা এলাকাছাড়া

পিরোজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০২২, ২২:২৯

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় বিএনপির নেতাকর্মীরা গ্রেপ্তার আতঙ্কে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে গেছেন।

গত ৮ সেপ্টেম্বর বিএনপির বিক্ষোভ সমাবেশের জেরে আওয়ামী লীগের সঙ্গে সংঘর্ষে ৬০ নেতাকর্মী আহত হন। এ ঘটনায় ৯ সেপ্টেম্বর উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক মো. ছিদ্দিকুর রহমান ফকির ১০০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৫০ থেকে ২০০ জনের বিরুদ্ধে মামলা করেন। এ মামলায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ লিলন বলেন, পুলিশ তাদের বাড়িতে অভিযান চালিয়ে অসুস্থ বৃদ্ধ বাবা (পুলিশের সাবেক সদস্য) ও মায়ের সঙ্গে অশোভন আচরণ করেছে।

একই অভিযোগ করে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এইচএম শামীম হাসান বলেন, পুলিশ তার বাড়িতে গিয়ে তল্লাশির নামে বৃদ্ধ বাবা-মায়ের সঙ্গে অশোভন আচরণ করেছে। বাড়ির মালপত্র তছনছ করেছে।

এ বিষয়ে নাজিরপুর থানার ওসি হুমায়ুন কবির বলেন, পুলিশের এমন অশোভন আচরণ করার কথা না। এরপরও কারও বিরুদ্ধে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :