শেখ হাসিনা সরকার মুক্ত সাংবাদিকতায় বিশ্বাসী: খালিদ মাহমুদ চৌধুরী

দিনাজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০২২, ১৪:৫০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার মুক্ত সাংবাদিকতায় বিশ্বাসী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। বলেন, এই সরকার সংবাদপত্র ও সাংবাদিকতার অবাধ স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করেছে।

চিন্তাকে অন্ধকারে ধাবিত না করে সত্য’কে সত্যের পথে পরিচালনা করার আহ্বান জানিয়ে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বর্তমান সরকার মুক্ত সাংবাদিকতার বিশ্বাসী। এ কারণেই পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়াসহ সকল প্রচার মাধ্যমেই এখন জনগণের অধিকারের কথা বলে। এ সুযোগ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার রাতে দিনাজপুরের একটি রেস্তোরাঁয় স্থানীয় ‘দৈনিক বিরল সংবাদ’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াতের আমলে দালাল আইন ও ইনডেমনিটির বিরুদ্ধে কেউ লিখতে পারতো না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতায় এসে এই দুটি আইন বাতিল করে যুদ্ধাপরাধী ও বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার করেছে। স্বাধীনভাবে লেখা ও কথা বলার অধিকার নিশ্চিত করেছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহমেদ পিপিএম (সেবা), দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী ও দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বক্সী বাচ্চু।

দৈনিক বিরল সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক রমাকান্ত রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে দিনাজপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল ও দিনাজপুর নাগরিক উদ্যোগ এর সভাপতি প্রবীণ রাজনীতিবিদ আবুল কালাম আজাদসহ অন্যরা বক্তব্য রাখেন।

(ঢাকাটাইমস/১৬সেপ্টেম্বর/এসএম)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :