কুরিয়ার সার্ভিস অফিস থেকে সাড়ে ৯ কোটি টাকার কারেন্ট জাল জব্দ

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০২২, ২০:৪৬

ভোলায় জননী এক্সপ্রেস পার্সেল সার্ভিস নামে একটি কুরিয়ার সার্ভিস অফিস থেকে সাড়ে ২৭ লাখ মিটার অবৈধ নতুন কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড। এর বাজার মূল্য ৯ কোটি ৬২ লাখ ৫০ হাজার।

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. বিএন কে এম শাফিউল কিঞ্জল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিকাল ৫টার দিকে গোপন সংবাদে কোস্ট গার্ড দক্ষিণ জোনের আওতাধীন বিসিজি বেইস ভোলা কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভোলা শহরের কালিনাথ বাজার তিন খাম্বা সংলগ্ন এলাকা থেকে জননী কুরিয়ার সার্ভিসের অফিস তল্লাশি করে ২৭ লাখ ৫০ হাজার মিটার অবৈধ নতুন কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দ জালের বাজার মূল্য প্রায় ৯ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা। তবে এ সময় জব্দ জালের প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা যায়নি। জব্দ জাল পরবর্তীতে পুড়িয়ে ধ্বংস করা হয়।

মিডিয়া কর্মকর্তা কেএম শাফিউল কিঞ্জল জানান, একটি ভুয়া নাম দিয়ে সুতার জাল লিখে ভোলায় জননী কুরিয়ার সার্ভিসে এ জালগুলো আসে। কুরিয়ার সার্ভিসের লোকজন বিষয়টি জানতেন না।

(ঢাকাটাইমস/১৬সেপ্টেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :