বর্তমান সরকারের উন্নয়নের ছোঁয়া লাগেনি এমন জায়গা নেই: এমপি দুর্জয়

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০২২, ০২:১১

“আওয়ামী লীগ সরকার জনবান্ধব সরকার, শুধু কথায় নয় কাজেও বিশ্বাসী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু আওয়ামী লীগ নয় দেশের সকল মানুষের দায়িত্ব নিয়েছেন। এমন কোন জায়গা নেই যেখানে বর্তমান সরকারের উন্নয়নের ছোঁয়া লাগেনি।”

শুক্রবার বিকালে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড়টিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয় এসব কথা বলেন।

দুর্জয় বলেন, ‘বিগত সময়ে বিএনপি-জামায়াত জোট যখন ক্ষমতায় ছিল তারা শুধু জনগণের কাছ থেকে ভোট নিয়েছে। কিন্তু উন্নয়নমূলক কোন কাজ তারা করেনি। বছরের পর বছর গ্রামের সহজ-সরল মানুষ তাদের ভোট দিয়েছে বিনিময় তারা কোন উন্নয়ন পায়নি। কাজেই মানুষ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। জনগণ এখন উন্নয়নে বিশ্বাসী।’

দুর্জয় আরো বলেন, ‘আওয়ামী লীগ সরকার দলমত নির্বিশেষে প্রত্যেকের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে। ঘিওর, দৌলতপুর ও শিবালয় উপজেলায় হাজার হাজার কোটি টাকার উন্নয়নমূলক কাজ হয়েছে যা সবই এখন দৃশ্যমান। এখন আর কেউ বলতে পারবে না আমার বাড়ি বিদ্যুৎ নেই, বাড়ি যাওয়ার রাস্তা নেই। মসজিদ, মন্দির, হাসপাতাল, শিক্ষা-প্রতিষ্ঠান, যুবকদের কর্মসংস্থান তৈরিতে যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রসহ অসংখ্য কাজ বর্তমান সরকার করেছে। অপরদিকে বর্তমান সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে বিএনপি দেশবিরোধী কার্যকলাপে লিপ্ত হয়েছে। এ ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আ'লীগসহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

ঘিওর উপজেলা আ'লীগের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন- জেলা আ'লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু, ঘিওর উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম মিন্টু, জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা, ঘিওর উপজেলা যুবলীগের সভাপতি মো. বাবুল বেপারী ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ প্রমুখ।

ঢাকাটাইমস/১৭সেপ্টেম্বর/এলএ

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :