ভারপ্রাপ্ত অফিস সহকারীর ভুলে ডিগ্রিতে ভর্তি হতে পারেননি ৩৪ শিক্ষার্থী

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২, ১১:২৩ | প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০২২, ০৯:৪৬

ভারপ্রাপ্ত অফিস সহকারীর ভুলে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর মহাবিদ্যালয়ের ৩৪ জন শিক্ষার্থী ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ডিগ্রি (পাস) কোর্সে ভর্তি হতে পারেননি।

এদিকে নিজের ভুল স্বীকার করে নিম্নমান-সহকারী থেকে ভারপ্রাপ্ত অফিস সহকারী হওয়া শরিফ উদ্দিন বলেন, ‘কলেজের অফিস সহকারী অবসরে গেছেন। আমি নিম্নমান-সহকারী পদে ছিলাম। আমাকে অফিস সহকারীর দায়িত্ব দেওয়া হয়েছে। কম্পিউটার বিষয়ে আমার ভালো ধারণা নেই।’

তিনি বলেন, ‘ভর্তি আবেদনের সময় ২০২০-২১ শিক্ষা বর্ষে মানবিক শাখার ৩৪ জন শিক্ষার্থীর ডিগ্রি পাস কোর্সের ভর্তি নিশ্চয়নের ঘরে ক্লিক করেছিলাম। অনেক পরে জানতে পারি, ভর্তি নিশ্চয়ন সম্পূর্ণ হয়নি। এর মধ্যে ভর্তির নির্ধারিত সময়ও শেষ হয়ে গেছে।’

ভুক্তভোগী এক শিক্ষার্থী মহসীন হোসেন বলেন, ‘আমিসহ ৩৪ জন শিক্ষার্থী কলেজে ডিগ্রি পাস কোর্সে ভর্তি হতে পারিনি, এমন কথা গত কয়েক দিন আগে জানতে পেরেছি। এখন আমাদের কয়েকটি বছর নষ্ট হলে এর দায় কে নেবে।’

আব্দুল মজিদ মন্ডল নামে এক শিক্ষার্থীর অভিভাবক বলেন, ‘আমার ছেলেকে তিলকপুর মহাবিদ্যালয়ে ডিগ্রিতে ভর্তি করিয়েছিলাম। এখন শুনছি আমার ছেলের ভর্তিই হয়নি।’

অধ্যক্ষ আবু হাসনাত মো. জুবায়ের বলেন, ‘ভর্তির কাজে নিয়োজিত অফিস সহকারীর ভুলে কলেজে ডিগ্রি পাস কোর্সে ভর্তির জন্য আবেদনকৃত ৩৪ জন শিক্ষার্থী এনলিস্টেট হয়েছে। তাদের ভর্তির নিশ্চয়নটা সময় মতো সাবমিট না হওয়ায় এই জটিলতাটা সৃষ্টি হয়েছে।’

তিনি বলেন, ‘এই নিশ্চয়নটা যদি আমরা করতে পারি, তাহলে সাবজেক্ট কোড, রেজিস্ট্রেশন সবকিছুই কমপ্লিট হবে তখন ভর্তি নিশ্চিত হবে। মূল সমস্যাটা হয়েছে ভর্তির নিশ্চয়নটাই আমরা সময় মতো করতে পারিনি। এ বিষয়ে কলেজের সভাপতিসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। দ্রুত সমস্যাটার সমাধান হয়ে যাবে বলে আমরা আশা করছি।’

(ঢাকাটাইমস/১৭সেপ্টেম্বর/এসএম)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :