মিয়ানমারে ফের গোলাগুলি, সীমান্ত এলাকায় স্থানীয়দের ঘোরাঘুরি বন্ধ

বান্দরবান প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২, ১৫:৪৭ | প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০২২, ১৫:৩৫

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইনে দফায় দফায় গোলাগুলির শব্দ শোনা গেছে। শনিবার সকাল থেকে বিকট গোলার শব্দে আতঙ্কিত হয়ে পড়েছেন সীমান্তপারের বাংলাদেশি স্থানীয় বাসিন্দারা। অনেকে ভয়ে এলাকাও ছেড়েছেন।

মিয়ানমারের এমন বেপরোয়া আচরণে বাংলাদেশের ঘুমধুম, তুমব্রু, বাইশফাঁড়ী, রেজু, আমতলি, ফাত্রাঝিড়ি এলাকার বাসিন্দারা চরম আতঙ্কে দিন পার করছে। এমন পরিস্থিতির কারণে ঘুমধুমের এসএসসি পরীক্ষা কেন্দ্র উখিয়ার কুতুপালংয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

গেল এক মাসে বেশ কয়েকবার মিয়ানমারের সেনাবাহিনীর ছোড়া গোলা বাংলাদেশে এসে পড়েছে। এমন পরিস্থিতিতে সতর্ক অবস্থানে রয়েছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। সীমান্ত এলাকায় স্থানীয়দের ঘোরাঘুরিও বন্ধ করে দিয়েছেন তারা।

শুক্রবার রাত ৮টার দিকে নাইক্ষ্যংছড়ির কোনারপাড়া এলাকায় ঘুমধুম সীমান্তের ওপার থেকে মিয়ানমারের ছোড়া মর্টার শেলে সীমান্ত শূন্যরেখায় এক রোহিঙ্গা কিশোর নিহত হয়। আহত হয় আরও পাঁচ জন। একই দিন বিকালে নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে ‌মিয়ানমারের অভ্যন্তরে ল্যান্ডমাইন বিস্ফোরণে আহত হন উইনু থোয়াইং তঞ্চঙ্গ্যা নামে এক তরুণ।

ব্যাংকভিত্তিক মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতীর খবর অনুযায়ী, রাখাইন রাজ্যে স্বাধিকারকামী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে মিয়ানমারের সেনাবাহিনীর এক মাসের বেশি সময় ধরে লড়াই চলছে। আরাকান আর্মির স্থাপনা ধ্বংস করতে তারা মর্টার শেল নিক্ষেপ করছেন। ফলে সীমান্তে উত্তেজনার সৃষ্টি হয়েছে।

ঘুমধুম ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আজিজ বলেন, ‘মিয়ানমার সেনাবাহিনীর ছোড়া মর্টার শেল, গুলি বাংলাদেশের সীমানায় এসে পড়ায় স্থানীয়রা আতঙ্কে রয়েছেন। নিরাপদ আশ্রয়ে এলাকা ছেড়েছে অনেক পরিবার। সীমান্ত এলাকার লোকজন ঠিকমতো কাজকর্মও করতে পারছে না।’

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা ফেরদৌস জানিয়েছেন, সীমান্ত এলাকার লোকজনকে সতর্ক করে দেওয়া হয়েছে। সীমান্ত এলাকায় ঘোরাফেরা না করতে প্রশাসনিক উদ্যোগ নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীও সতর্ক অবস্থায় রয়েছে।

(ঢাকাটাইমস/১৭সেপ্টেম্বর/ডিএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :