৩১ ঘণ্টা পর নদীতে নিখোঁজ সেই ফেরি কর্মীর লাশ উদ্ধার

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০২২, ১৮:৫৬

ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ফেরিঘাট এলাকায় ফেরি থেকে তেঁতুলিয়া নদীতে পড়ে নিখোঁজের ৩১ ঘণ্টা পর ফেরি কর্মী আমিনুল ইসলামের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে ভোলা ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল এ লাশ উদ্ধার করেন।

নিহত আমিনুল ইসলাম ভেদুরিয়া-লাহারহাট নৌ-রুটে চলাচলকরা কৃষ্ণচূড়া ফেরির লস্কর ছিলেন। তার বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায়।

ভোলা ফায়ার সর্ভিসের স্টেশন ইনচার্জ মো. সুমন এ তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ভেদুরিয়া ফেরিঘাট এলাকায় নদী দিয়ে মৃত ইলিশ ভেসে যাওয়ার সময় সেটি উঠাতে গিয়ে নদীতে পড়ে নিখোঁজ হয় আমিনুল ইসলাম। পরে ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের ডুবরি দল তেঁতুলিয়া নদীতে দিনভর চেষ্টা চালিয়েও তার কোন সন্ধান পাওয়া যায়নি। এ অবস্থায় শুক্রবার সন্ধ্যায় উদ্ধার অভিযান স্থগিত করেন তারা। পরে শনিবার সকাল থেকে আবার উদ্ধার অভিযানে নামে ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ড। এ সময় টহলরত অবস্থায় ভেদুরিয়া ফেরিঘাট থেকে ৩০০ ফুট দূরে আমিনুল ইসলামের লাশ ভাসতে দেখেন ফায়ার কর্মীরা। পরে তার লাশ উদ্ধার করে স্থানীয় থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান এ কর্মকর্তা।

(ঢাকাটাইমস/১৭সেপ্টেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :