বেনাপোলে ২০ সোনার বারসহ একজন আটক

বেনাপোল (যশোর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০২২, ২০:০৯

যশোরের বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে ২০টি সোনার বারসহ হৃদয় হোসেন (২৫) নামে এক পাচারকারীকে আটক করেছেন বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা।

শনিবার দুপুরে সীমান্তের পুটখালী-বালুন্ডা সড়কের উপর থেকে সোনার বারসহ তাকে আটক করা হয়।

আটক হৃদয় হোসেন বেনাপোল পৌরসভার কাগজপুকুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল তানভীর রহমান জানান, বিজিবির কাছে গোপন খবর আসে- স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচারের উদ্দ্যেশে এক পাচারকারী বেনাপোল সীমান্তের পুটখালী-বালুন্ডা সড়কে অবস্থান করছেন। এমন খবরে বিজিবি সেখানে অভিযান চালিয়ে ওই পাচারকারীকে আটক করে। এসময় তার হাতে থাকা শপিংব্যাগ তল্লাশি করে ২০টি স্বর্ণের বার পাওয়া যায়।

জব্দ স্বর্ণের ওজন ২ কেজি ৩৩৩ গ্রাম। যার বাজার মূল্য প্রায় দুই কোটি টাকা বলে জানায় বিজিবি।

আটক পাচারকারীর বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় পুলিশে সোপর্দ করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৭সেপ্টেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :