সোনাইমুড়ীতে বিদেশি মদসহ একজনকে আটক

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২, ০৯:০২ | প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০২২, ০৮:৫৬

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নে অভিযান চালিয়ে ইমাম হাসান ফাহাদ (২৪) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব। এসময় তার কাছ থেকে ১০ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।

শনিবার রাতে ওই ইউনিয়নের কাড়িহাটি পূর্ব বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত ইমাম হাসান ফাহাদ সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নের ভাওরকোট গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।

র‌্যাব জানায়, ইমাম হাসান ফাহাদ দীর্ঘদিন ধরে ফেনী ও কুমিল্লা জেলা থেকে বিদেশিসহ বিভিন্ন ব্যান্ডের মদ পাইকারি ক্রয় করতো। পরবর্তীতে নোয়াখালীর বিভিন্ন স্থানে ওই মদগুলো খুচরা মূল্যে সে বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে মদসহ তার অবস্থান শনাক্ত করে কাড়িহাটি পূর্ব বাজার থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১০ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।

র‌্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত আসামির বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। থানার মাধ্যমে রবিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৮সেপ্টেম্বর/এসএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :