রূপগঞ্জে ছাত্রদল-যুবলীগ সংঘর্ষ, আহত ১০

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০২২, ০৯:৪৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্রদল ও যুবলীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুপক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ভুলতায় ঢাকা-সিলেট মহাসড়কে এ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এদিকে এ সংঘর্ষের ঘটনায় এলাকা উত্তপ্ত হয়ে উঠেছে।

স্থানীয় সূত্র জানায়, শনিবার রাত ৯টায় রূপগঞ্জ উপজেলা ছাত্রদল একটি মশাল মিছিল বের করেন। মিছিলটি ঢাকা-সিলেট মহাসড়কের বলাইখা থেকে ভুলতা বাসস্টেশনের দিকে যাওয়ার সময় যুবলীগের নেতাকর্মীরা মিছিলে ধাওয়া করে। এসময় দুপক্ষ ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় দুপক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন, যুবলীগ নেতা রুহুল আমিন, ছাত্রদল নেতা মাসুদুর রহমান, অনিক, মাসুম মিয়া, জাহিদ হাসান হৃদয়, অন্তর, মাসুদুর রহমানের ভাই সাহাবুদ্দিন ও বোন রেহানা।

ছাত্রদল নেতা মাসুদুর রহমান অভিযোগ করে বলেন, তাদের শান্তিপূর্ণভাবে মিছিলে অতর্কিত হামলা চালায় যুবলীগ।

অপরদিকে সংঘর্ষের পর বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগসহ নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভ মিছিল শুরু করেন। এসময় আওয়ামী লীগের নেতাকর্মীরা বলেন, বিএনপি-জামায়াত জ্বালাও পোড়াও করতে রাতে মশাল নিয়ে বের হয়েছে। তারা মশাল মিছিল নিয়ে গাড়িতে অগ্নিসংযোগ করতে গেলে যুবলীগের কর্মীরা এতে বাধা দেয়।

(ঢাকাটাইমস/১৮সেপ্টেম্বর/এসএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :