জীবনের নিরাপত্তা চেয়ে রাঙামাটিতে অটোরিকশা চালকদের ধর্মঘট

রাঙামাটি প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২, ১১:৪৩ | প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০২২, ১০:০৫

রাঙামাটিতে সিএনজিচালিত অটোরিকশা পোড়ানোর ঘটনার প্রতিবাদ ও জীবনের নিরাপত্তা চেয়ে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছেন চালকরা।

রবিবার শহরে অটোরিকশা চলাচল বন্ধের ঘোষণা দেয় রাঙামাটি অটোরিকশা চালক শ্রমিক ইউনিয়ন।

এদিকে শনিবার রাতে শহরের রাঙ্গাপানি এলাকায় একটি অটোরিকশায় হামলার ঘটনা ঘটে। এতে আবুল হোসেন নামে এক অটোচালক আহত হন। এর আগে বাৎসরিক চাঁদা না দেওয়ায় শুক্রবার রাঙামাটি-আসামবস্তি-কাপ্তাই-সড়কের জীবতলী ইউনিয়নের আগরবাগান এলাকায় আরেকটি অটোরিকশা আগুনে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।

অপরদিকে এ ঘটনায় নিরাপত্তা চেয়ে প্রশাসনকে দুদিনের আলটিমেটাম দিয়েছেন শ্রমিক ইউনিয়নের নেতারা।

রাঙামাটি সিএনজিচালিত অটোরিকশা চালক শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু সংবাদ মাধ্যমকে বলেন, শনিবার রাত ১০টার দিকে রাঙ্গাপানি সড়ক দিয়ে অটোরিকশা নিয়ে যাচ্ছিলেন আবুল হোসেন। এ সময় তার গাড়িতে বড় একটি ঢিল ছুড়ে মারে দুর্বৃত্তরা। এতে তিনি পায়ে আঘাত পান। পরে তাৎক্ষণিক তিনি পালিয়ে প্রাণ বাঁচান।

তিনি বলেন, এছাড়া বাৎসরিক চাঁদা না দেওয়ায় শুক্রবার রাঙামাটি-আসামবস্তি -কাপ্তাই সড়কের জীবতলী ইউনিয়নের আগরবাগান এলাকায় দুর্বৃত্তরা একটি অটোরিকশা আগুনে পুড়িয়ে দেয়। এ কারণে রবিবার সকাল থেকে শহরে অটোরিকশা চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোতোয়ালি থানার ওসি কবির হোসেন বলেন, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।

(ঢাকাটাইমস/১৮সেপ্টেম্বর/এসএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :