আত্রাই নদীতে বালু উত্তোলন, চারজন কারাগারে

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০২২, ১৭:১৮

নওগাঁর আত্রাইয়ের গৌড়নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে চারজনকে ১৫ দিন করে জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম অভিযান চালিয়ে এই সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্তদের রবিবার সকালে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন, ভোলার চরফ্যাশন উপজেলার চরনখোলা গ্রামের আব্দুল হান্নান (৪৫), হান্নানের ছেলে রাকিব হোসেন (২২), একই গ্রামের সোহাগ হোসেন (২১) এবং নাটোরের গুরুদাসপুর গ্রামের হাসান আলী (২১)।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইকতেখারুল ইসলাম বলেন, আত্রাইয়ের গৌড়নদীর গুড়নই থেকে সরকারি নির্দেশনা অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এমন সংবাদে শনিবার বিকালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

এসময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী চারজনকে ১৫ করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৮সেপ্টেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :