ফিঙ্গারপ্রিন্ট দিতে গিয়ে ঘটল বিপত্তি! পুলিশে সোপর্দ দুই রোহিঙ্গা

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২, ১৯:৩৮ | প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০২২, ১৮:৪৬

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে দালালের মাধ্যমে পাসপোর্ট করতে এসেছিলেন হুমাইরা নামে এক নারী। এ সময় তার সঙ্গে ছিলেন আবু তাহের নামে আরেক রোহিঙ্গা যুবক। সিংগাইরের চান্দহুরের বাসিন্দা দেখিয়ে হুমাইরা তাসমিন বেগম পরিচয়ে পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন। ইউনিয়ন পরিষদের প্রত্যয়ন এবং জন্মসনদসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে আসেন। তবে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সময় রোহিঙ্গা হিসাবে শনাক্ত হন তারা। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

রবিবার মানিকগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে এই দুই রোহিঙ্গা নারী-পুরুষকে আটক করা হয়েঝে বলে জানান পুলিশ ও পাসপোর্ট বিভাগের কর্মকর্তারা।

আটকরা জানান, তারা দালালের মাধ্যমে ১ লাখ টাকা চুক্তিতে পাসপোর্ট করতে আসেন। ইতোমধ্যে ৬০ হাজার টাকা পরিশোধও করেছেন। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দালালচক্রকেও আইনের আওতায় আনা হবে।

(ঢাকাটাইমস/১৮সেপ্টেম্বর/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :