ঋণখেলাপির দায়ে দিনাজপুরে আ.লীগ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
 | প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০২২, ২০:১৩

দিনাজপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. আজিজুল ইমাম চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। ঋণখেলাপীর অভিযোগে তার মনোনয়ন বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন জেলা নির্বাচন সিনিয়র কর্মকর্তা শাহীনুর ইসলাম প্রামাণিক।

রবিবার দাখিলকৃত প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

তবে, আওয়ামী লীগের দু'জন বিদ্রোহী প্রার্থী এবং জাতীয় পার্টিসহ চেয়ারম্যান পদে তিনজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আজিজুল ইমাম চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করা হয়। বাকি তিন বৈধ প্রার্থী হলেন, আওয়ামী লীগের বিদ্রোহী অন্য দু' প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদুল ইসলাম এবং জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক তৈয়ব উদ্দিন চৌধুরী এবং জেলা জাতীয় পার্টির সভাপতি দেলওয়ার হোসেন।

এ বিষয়ে নির্বাচন কর্মকর্তা শাহিনুর রহমান প্রামাণিক জানান, ১৩টি সাধারণ সদস্য পদের বিপরীতে ৪৮ জন ও ৫টি সংরক্ষিত নারী সদস্য পদের বিপরীতে ১৫ জন মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে যাচাই-বাছাইয়ে ৯ জন সাধারণ ও ২ জন সংরক্ষিত নারী সদস্যের মনোনয়নপত্র বাতিল করা হয়।

আজিজুল ইমাম চৌধুরী দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। একই সঙ্গে তিনি জেলা পরিষদের বর্তমান প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন।

দিনাজপুরে ১৭ অক্টোবর জেলা পরিষদের নির্বাচনে ৯টি পৌরসভা ও ১০৩টি ইউনিয়নের মেয়র, কাউন্সিল, চেয়ারমান ও ইউপি সদস্যসহ মোট এক হাজার ৪৭৯ জন ভোটার ভোট প্রয়োগের মাধ্যমে জেলা পরিষদ চেয়ারমান এবং সদস্য নির্বাচিত করবেন।

(ঢাকাটাইমস/১৮সেপ্টেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :