বড়ভাইকে হত্যার দায়ে ছোট ভাইয়ের যাবজ্জীবন

পঞ্চগড় প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০২২, ২০:৩৬

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বড় ভাই মো. রবিউল ইসলামকে (৪০) হত্যার দায়ে ছোট ভাই ফিরোজ জামালকে (৩২) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

রবিবার দুপুরে পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শরীফ হোসেন হায়দার এই দণ্ডাদেশ দেন।

২০২১ সালের ৭ এপ্রিল নিহত রবিউল ইসলামের আরেক ভাই রেজাউল করিম বাদী হয়ে ছোট ভাই ফিরোজ জামালের বিরুদ্ধে তেঁতুলিয়া থানায় এই হত্যা মামলা করেন। সাজাপ্রাপ্ত ফিরোজ জামাল তেঁতুলিয়া উপজেলার বুড়বাড়ি ইউনিয়নের লালগছ এলাকার সারাফত আলীর ছেলে। আদালতের রায় ঘোষণার সময় আসামি ফিরোজ জামাল আদালতে উপস্থিত ছিলেন।

জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মো. আমিনুর রহমান বলেন, ছোট ভাই ফিরোজ জামাল পরিবারের সদস্যদের সামনেই বড় ভাই মো. রবিউল ইসলামকে কুপিয়ে হত্যা করেন। এই অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানার আদেশ দেন। জরিমানা অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।

(ঢাকাটাইমস/১৮সেপ্টেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :