পঞ্চগড় চেয়ারম্যান প্রার্থীসহ দুজনের মনোনয়ন বাতিল

পঞ্চগড় প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০২২, ২১:১৭

পঞ্চগড় জেলা পরিষদ নির্বাচনের ঋণ খেলাপি এবং মনোনয়নপত্রে প্রস্তাব ও সমর্থনকারী না থাকায় এক চেয়ারম্যানসহ দুজন প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম।

রবিবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে যাচাই বাছাইয়ে তাদের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়।

জেলা রিটার্নিং অফিসার সূত্র জানায়, মনোনয়নপত্রে ভোটারদের মধ্যে প্রস্তাব ও সমর্থনকারী না থাকায় চেয়ারম্যান পদে মো. গোলাম রহমান এবং ঋণ খেলাপি হওয়ায় সাধারণ সদস্য পদে মো. আব্দুস সাত্তারের মনোনয়পত্র অবৈধ ঘোষণা করা হয়। তবে মনোনয়নপত্র বৈধতার জন্য তারা সংশ্লিষ্ট আদালতে আপিল করতে পারবেন বলে জানান রিটার্নিং অফিসার।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ জাহান, জেলা পরিষদের প্রধান নির্বাহী মুহাম্মদ সানিউল কাদের, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মো. আলমগীরসহ প্রার্থীরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৮সেপ্টেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :