সীমান্তে আতঙ্ক, ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার চিন্তা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২, ১৪:৫১ | প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০২২, ১৪:২৬

সীমান্তের ওপারে গোলার আওয়াজ প্রতিদিন ভেসে আসছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তের বাসিন্দাদের কানে। মিয়ানমারের ভেতর গোলাগুলির কারণে বাংলাদেশ সীমান্তে ঘটেছে হতাহতের ঘটনা। এরপর থেকেই স্থানীয়দের মধ্যে আতঙ্কে বিরাজ করছে। এছাড়াও গোলার আওয়াজের মধ্যেই পরীক্ষা কেন্দ্রে গেছে চলমান এসএসসি পরীক্ষার্থীরা।

এদিকে আতঙ্কে অনেক বাসিন্দা নিরাপদ আশ্রয়ে সরে যেতে শুরু করেছেন। এছাড়া ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কথাও ভাবছে স্থানীয় প্রশাসন।

তুমব্রু বাজারের এক দোকানি বলেন, ‘সোমবার ভোর থেকে অনেকবার ভারী গোলার শব্দ শুনতে পেয়েছি। গোলার আওয়াজে শিশুরা ভয় পায়।’

নাইক্ষ্যংছড়ির ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের ইয়াসমিন নামে এক এসএসসি পরীক্ষার্থী বলেন, তার বাড়ি তুমব্রু সীমান্তে। সকাল থেকে গোলার শব্দ শুনতে শুনতে বাড়ি থেকে বের হয়েছি।

ঘুমধুম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর বলেন, ‘ঝুঁকিপূর্ণ এলাকার ৩০০ পরিবারের প্রায় দেড় হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তাদের কোথায় রাখা হবে, সেই স্থান নির্ধারণ করতে কাজ করছে জেলা প্রশাসন।’

নাইক্ষ্যংছড়ির ইউএনও সালমা ফেরদৌস বলেন, রবিবার দুপুরের পর থেকে আবারো উপজেলার বিভিন্ন সীমান্তে মিয়ানমারের ভেতরে গোলাগুলি শুরু হয়। মিয়ানমারের অভ্যন্তরে মর্টার শেল বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে বলে স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন।

প্রসঙ্গত, প্রায় এক মাস ধরে তুমব্রু সীমান্তে উত্তেজনা চলছে। সীমান্তের ওপারে মিয়ানমার থেকে মর্টার শেল ও গোলার আওয়াজে এপারের বাসিন্দাদের দিন কাটাচ্ছে আতঙ্কে। দেশটি থেকে ছোড়া মর্টার শেলে সীমান্তের শূন্যরেখায় এক রোহিঙ্গা নিহতের পর টানা তিন দিন সীমান্তে গোলার শব্দ শুনা যাচ্ছে।

(ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/এসএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :