সাফ-চ্যাম্পিয়নশিপ

যেভাবে দেখবেন বাংলাদেশ-নেপাল ম্যাচ

প্রকাশ | ১৯ সেপ্টেম্বর ২০২২, ১৬:১৭ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২২, ১৬:২৯

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে মুখোমুখি বাংলাদেশ ও নেপাল। টানটান উত্তেজনাপূর্ণ এই ম্যাচ সরাসরি দেখার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছে বাংলাদেশের ক্রীড়াপ্রেমী জনগণ। এসব মানুষের জন্য সুখবরই দিলো দেশের ক্রীড়াভিত্তিক একমাত্র টিভি চ্যানেল টি-স্পোর্টস। ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে টি-স্পোর্টসে।

শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আজ(সোমবার) বাংলাদেশ সময় বিকেল সোয়া ৫টায়।

ফাইনাল ম্যাচটি সরাসরি দেখানোর ঘোষণা দিয়ে টি স্পোর্টস লিখেছে, 'সাফ উইমেনস চ্যাম্পিয়নশিপ ফাইনাল বাংলাদেশ বনাম নেপালের ম্যাচটি সরাসরি দেখবেন আজ বিকেল ৫:১৫ টায় শুধুমাত্র টি স্পোর্টসের পর্দায়।'

উল্লেখ্য, সাফের এবারের আসরে দুর্দান্ত ফর্মে রয়েছে বাংলাদেশের মেয়েরা। গ্রুপপর্বে নিজেদের সবগুলো ম্যাচে জয় নিয়ে উঠে আসে সেরা চারে। সেমিফাইনাল পর্বের ম্যাচে রীতিমতো উড়িয়ে দিয়েছে ভুটনাকে। আর তাতেই দ্বিতীয়বারের মতো শিরোপা নির্ধারণী ম্যাচে উঠে যায় লাল-সবুজের প্রতিনিধিত্বকারীরা।

(ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/এমএম)