নেপালের জালে তিন গোল, ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে সাবিনারা

ক্রীড়া ডেস্ক
ঢাকাটাইমস
| আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২, ১৮:৫৩ | প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০২২, ১৮:২১

সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে নেপালের জালে তিন তিনটি গোল দিয়েছে বাংলাদেশের মেয়েরা। এর মধ্যে দুটি গোল দিয়েছে প্রথমার্ধেই। মাঝে অবশ্য নেপাল একটি গোল পরিশোধ করে। তবে তিন গোলে এগিয়ে থাকায় প্রথমবারের মতো শিরোপা জয়ের আরও কাছে এগিয়ে গেল গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।

সোমবার বিকালে কাঠমুণ্ডুর দশরথ রঙ্গশালায় অনুষ্ঠিত শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচের শুরু থেকেই চলে আক্রমণ আর পাল্টা আক্রমণের খেলা। সেই ধারবাহিকতায় ম্যাচের ১৩তম মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। এ সময় ডান প্রান্ত থেকে ক্রস করেন কৃষ্ণা রানি সরকার। আর টোকা দিয়ে বল নেপালের জালে পাঠিয়ে দেন শামসুরন্নাহার।

এরপর ম্যাচের ৪১তম মিনিটে নিজেই গোল করেন আগের গোলের যোগানদাতা কৃষ্ণা রানি সরকার। এদিকে প্রথমার্ধে গোলের দেখা পায়নি নেপাল। ফলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় লাল-সবুজের প্রতিনিধিত্বকারীরা। বিরতির পর একটি গোল শোধ করে নেপাল। কিন্তু এর রেশ কাটতে না কাটতেই আরও একটি গোল দেয় সাবিনারা।

উল্লেখ্য, সাফের এবারের আসরে দুর্দান্ত ফর্মে রয়েছে বাংলাদেশের মেয়েরা। গ্রুপপর্বে নিজেদের সবগুলো ম্যাচে জয় নিয়ে উঠে আসে সেরা চারে। সেমিফাইনাল পর্বের ম্যাচে রীতিমতো উড়িয়ে দিয়েছে ভুটনাকে। আর তাতেই দ্বিতীয়বারের মতো শিরোপা নির্ধারণী ম্যাচে উঠে যায় লাল-সবুজের প্রতিনিধিত্বকারীরা।

(ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :