নোয়াখালীতে বাল্যবিয়ে বন্ধ, বরসহ দুজনের কারাদণ্ড

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০২২, ১৯:১২

নোয়াখালীর চাটখিল উপজেলার রামনারয়ণপুর ইউনিয়নের বৈকণ্ঠপুর গ্রামের উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো ১৪ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রী। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মেয়ের বাবা মিজানুর রহমান ও হবু বর শাহাদাত হোসেনকে পৃথক কারাদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরানুল হক ভূইয়া এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পারিবারিকভাবে মল্লিকা দীঘির পাড় মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী (১৪) বিয়ে একই গ্রামের শাহাদাত হোসেনের সাথে ঠিক করা হয়। রবিবার গোপন সংবাদেরভিত্তিতে বিষয়টি জানতে পেরে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে বাল্যবিবাহ বন্ধে জন্য কনের পরিবারকে নির্দেশ দেওয়া হয়। কিন্তু এ নির্দেশ অমান্য করে আগ থেকে নির্ধারিত দিন সোমবার সকাল থেকে বিয়ের সকল আয়োজন করে কনের বাবা মিজানুর রহমান। দুপুরে পর যথারীতি বিয়ে বাড়িতে বর ও বরযাত্রীরা এসে উপস্থিত হয়। বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে বিয়ে বাড়িতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুল হক ভূইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, অপ্রাপ্ত বয়সে মেয়েকে বিয়ে দেওয়ার চেষ্টায় মেয়ের বাবাকে ৬ মাসের এবং বিয়ে করতে আসায় হবু বর শাহাদাত হোসনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। তাদের দুজনকে থানার মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে। বাল্যবিয়ে প্রতিরোধে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

(ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :