ফেনীর মুহুরী নদীর বেড়িবাঁধে ভাঙন, তলিয়ে গেল দুই গ্রাম

ফেনী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০২২, ২২:১১

ফেনীর ফুলগাজীতে মুহুরী নদীর দুটি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে লোকালয়ে ঢুকছে পানি। মুহুরী নদীর বেড়িবাঁধে ভাঙনের কারণে দুটি গ্রাম প্লাবিত হয়েছে। সোমবার সকালে বাঁধের দুই স্থানে ভাঙনে ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর দৌলতপুর ও দক্ষিণ দৌলতপুর গ্রামে পানি ঢুকে পড়ে। এতে গ্রামীণ সড়ক ও আমন ধানের ক্ষেত তলিয়ে গেছে। ফলে এ বছর দ্বিতীয় দফায় বন্যার কবলে পড়েছে স্থানীয়রা।

চলতি বছরের দ্বিতীয় দফায় প্লাবনের তৈরি হয়। এর আগে গত ২০ জুন চারটি স্থানে ভাঙনের ফলে ২০টিরও বেশি গ্রাম প্লাবিত হয়েছিল।

এছাড়া রবিবার রাতে ফুলগাজী বাজার পানি উঠলে দোকানপাটের মালামালের ব্যাপক ক্ষতি হয়।

পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী আক্তার হোসেন মজুমদার জানান, এখন পর্যন্ত বাঁধের দুটি স্থানে ভাঙন দেখা দিয়েছে। আমাদের লোকজন কাজ করছে। সর্বশেষ ১৬ ঘণ্টায় বিপৎসীমার ৮৬ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে।

(ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :