করোনায় ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু, শনাক্ত ৬১৪

প্রকাশ | ২০ সেপ্টেম্বর ২০২২, ১৭:৩১

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

করোনাভাইরাসে দেশে মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। একইসময়ে এই ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ছয়শ ১৪ জন। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ২৯ হাজার ৩৪৫ জনে। আর মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লাখ ১৮ হাজার ৮২৯ জনে।

মঙ্গলবার বিকালে এক বিজ্ঞপ্তিতে দেশের করোনা পরিস্থিতির সবশেষ এ তথ্য জানাল স্বাস্থ্য অধিদপ্তর। মঙ্গলবার সকাল পর্যন্ত এক দিনে ৪ হাজার ৮২৫ জনের নমুনা পরীক্ষা করে ৬১৪ জন নতুন রোগী শনাক্তের কথা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

দেশে হঠাৎ বেড়ে গেছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। এর আগে গত ২৭ জুলাই পাঁচজনের মৃত্যু হয় এই ভাইরাসে। এর পর দৈনিক মৃত্যুর সংখ্যা পাঁচের নিচেই ছিল। এক দিনে সর্বোচ্চ রোগীও শনাক্ত হয়েছিল ২৮ জুলাই। সেদিন ৬১৮ জন নতুন রোগীর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত এক দিনে শনাক্ত হওয়া রোগীর হার বেড়ে হয়েছে ১২ দশমিক ৭৩ শতাংশ। একইসময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৮৩ জন রোগী। তাদের নিয়ে ১৯ লাখ ৬১ হাজার ২৬০ জন রোগী সেরে উঠেছেন।

(ঢাকাটাইমস/২০সেপ্টেম্বর/ডিএম)