নোয়াখালীতে জব্দকৃত ২৫টি পাখি অবমুক্ত

প্রকাশ | ২০ সেপ্টেম্বর ২০২২, ১৮:৫৫

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস

‘আমরাই পারি বন্য প্রাণী বাঁচাতে’ এ প্রতিপাদ্যে নোয়াখালীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৫টি ঘুঘু পাখি জব্দ করেছে উপকূলীয় বন বিভাগ। পরে জব্দকৃত পাখিগুলো প্রকৃতিতে অবমুক্ত করা হয়।

মঙ্গলবার দুপুরে নোয়াখালী উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা জেলা কার্যালয় সংলগ্ন বাগানে পাখিগুলো অবমুক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন- জেলা সহকারী বন সংরক্ষক কাজী তারিকুর রহমান, লক্ষ্মীপুর সহকারি বন সংরক্ষক মো. ফিরোজ আলম চৌধুরী, বন্যপ্রাণি ও জীব বৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা মো. ইব্রাহীম খলিল, নোয়াখালী সদর রেঞ্জ কর্মকর্তা এ এস এম মহি উদ্দিন চৌধুরীসহ আরও অনেকে।

বিভাগীয় বন কর্মকর্তা বলেন, বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২’র অন্তর্ভুক্ত রক্ষিত বন্য প্রাণী ধরা, শিকার, হত্যা করা, খাওয়া, ক্রয়-বিক্রয় দণ্ডনীয় অপরাধ। পাখি বিক্রেতাদের বিরুদ্ধে বন বিভাগের এ অভিযান অব্যাহত থাকবে। বন্য প্রাণী/পাখি শিকার রোধে সকলের সহযোগিতা কামনা করেছেন এ কর্মকর্তা।

(ঢাকাটাইমস/২০সেপ্টেম্বর/এসএ)