দুপুরে ফিরছেন চ্যাম্পিয়নরা, বরণের অপেক্ষায় ছাদখোলা বাস

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২২, ১৫:০৩ | প্রকাশিত : ২১ সেপ্টেম্বর ২০২২, ১২:২১

হিমালয়ের দেশ থেকে সাফ চ্যাম্পিয়নশিপের মুকুট জিতে আজ বুধবার দেশে ফিরছেন বাংলাদেশ নারী ফুটবল দল। সবকিছু ঠিক থাকলে আজ দুপুরে ট্রফি নিয়ে ঢাকায় পা রাখবেন সাফজয়ী বাংলার বাঘিনীরা। আর তাদের বরণে প্রস্তুত হয়েছে ছাদখোলা বাস। চ্যাম্পিয়নশিপের ট্রফি নিয়ে বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে ফিরবেন তারা।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, দুপুর ১টা ৫০ মিনিটে লাল-সবুজের মেয়েদের বহনকারী ফ্লাইটটি হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করবে। সেখানে ক্রীড়া প্রতিমন্ত্রী, সচিব ও বাফুফে কর্মকর্তারা মেয়েদের অভ্যর্থনা জানাবেন।

এদিকে ছাদখোলা বাসে করে বিজয় উদযাপনের জন্য সেটিকে ব্র্যান্ডিং করা হয়েছে। আছে সাউন্ড সিস্টেমও। বাংলাদেশ ফুটবল ফেডারেশন সূত্রে জানা গেছে, বিজয়ীদের বরণে বাজানো হবে ফুটবল এবং স্পোর্টস রিলেটেড গানগুলো। সেই বাসে করেই সাফজয়ী ফুটবলাররা বাফুফে ভবনে যাবেন।

সাফ নারী চ্যাম্পিয়নশিপে ফাইনালে নামার আগের দিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে এক আবেগময়ী স্ট্যাটাস দিয়েছিলেন বাংলাদেশি মিডফিল্ডার সানজিদা আক্তার। চ্যাম্পিয়ন হওয়ার পর তার স্ট্যাটাসকে ঘিরে শুরু হয় নানান কথন। সেই সুরে তাল মিলিয়ে বাঘিনীদের জন্য তৈরি হলো ছাদখোলা বাস।

সানজিদা আক্তারের সেই পোস্টটি ছিল অনেক বড়। লেখার এক পর্যায়ে ছিল, ‘ছাদখোলা চ্যাম্পিয়ন বাসে ট্রফি নিয়ে না দাঁড়ালেও চলবে, সমাজের টিপ্পনীকে একপাশে রেখে যে মানুষগুলো আমাদের সবুজ ঘাস ছোঁয়াতে সাহায্য করেছে, তাদের জন্য এটি জিততে চাই। আমাদের এই সাফল্য হয়তো আরো নতুন কিছু সাবিনা, কৃষ্ণা, মারিয়া পেতে সাহায্য করবে। অনুজদের বন্ধুর এই রাস্তাটুকু কিছু হলেও সহজ করে দিয়ে যেতে চাই।’

২২ বছর বয়সী এই বাংলাদেশের ফুটবলারের লেখাগুলো যে, সমাজের প্রথাগত গোঁড়ামির বিরুদ্ধে, তা আর বোঝার অপেক্ষা রাখে না। এরপরই সাবিনা-সানজিদাদের ছাদখোলা বাসে সংবর্ধনা দেয়ার সিদ্ধান্ত নেয় ক্রীড়া মন্ত্রণালয়।

গেল ১৯ সেপ্টেম্বর কাঠমুন্ডুর দশরথ রঙ্গশালায় অনুষ্ঠিত সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে স্বাগতিক নেপালকে ৩-১ গোল ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। শুধু তাই নয়, টুর্নামেন্টে বাঘিনীরা অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে।

ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/ইএস

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

পাকিস্তানে যেতে নারাজ ভারত, চ্যাম্পিয়ন্স ট্রফিও হাইব্রিড মডেলে!

পরীক্ষা-নিরীক্ষার পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন তেভেজ

টি-টোয়েন্টি বিশ্বকাপের শুভেচ্ছাদূত গতিমানব উসাইন বোল্ট

বার্সাতেই থাকছেন জাভি!

২৬ এপ্রিল থেকে ক্যাম্প শুরু টাইগারদের, প্রবেশ নিষেধ গণমাধ্যমের

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

এই বিভাগের সব খবর

শিরোনাম :