রাজবাড়ীতে দর্শকদের সঙ্গে ‘বীরত্ব’ দেখলেন ইমন-নিপুণ, শো হাউজফুল

প্রকাশ | ২১ সেপ্টেম্বর ২০২২, ১৮:৫৩

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস

দেশের ৩৫টি প্রেক্ষাগৃহে গত ২৩ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে তরুণ নির্মাতা সাইদুল ইসলাম রানা পরিচালিত ‘বীরত্ব’। একজন চিকিৎসকের জীবনের নানা রকম ঘাতপ্রতিঘাতের গল্প নিয়ে নির্মিত এ সিনেমার বড় অংশের শুটিং হয়েছে রাজবাড়ী ও ফরিদপুর অঞ্চলের বিভিন্ন এলাকায়। 

সে কারণে সেখানকার দর্শকের মনে ছবিটি নিয়ে ছিল বাড়তি আগ্রহ। রাজবাড়ী ,ফরিদপুর অঞ্চলে শুটিং এবং দর্শকের চাহিদার কারণে সিনেমাটির বিশেষ প্রচারণার পরিকল্পনা করেছিলেন সংশ্লিষ্টরা। তাই সিনেমা মুক্তির পর সেখানে ছুটে যান ‘বীরত্ব’ টিম।

বুধবার দুপুরে রাজবাড়ীর সাধনা সিনেমা হলে হাজির হন নির্মাতা সাইদুল ইসলাম রানা, চিত্রনায়ক ইমন, নিপুণ আক্তার, জেসমিনসহ গোটা ইউনিট। তাদের সঙ্গে সিনেমা দেখতে দর্শক ভিড় করে সিনেমাহল প্রাঙ্গণ। শো হয়ে যায় হাউজফুল।

ইমন-নিপুনের উপস্থিতি বুঝতে পেরে আশপাশের এলাকা থেকে ছুটে আসেন প্রচুর দর্শক। এরপর শো শেষে পুলিশি পাহারায় হল থেকে বের হয় তারা।

নায়ক ইমন বলেন, ‘সিনেমা মুক্তির আগে থেকে এই অঞ্চলের ভক্তরা আমাকে স্যোশ্যাল মিডিয়ায় নক দিচ্ছিল, ভাই কবে আসবেন এই হলে। অনেকে এরইমধ্যে সিনেমা দেখেছে তারা অনেক প্রশংসা করছে, ভালো লাগছে ব্যাপারটা। এখানে আসার পর এত দর্শক দেখলাম। আসলে বাংলা সিনেমা হারিয়ে যায়নি।’

নিপুণ আক্তার বলেন, ‘ঢাকা থেকে এখানে ছুটে আসাটা সার্থক। অনেকদিন পর জেলা শহরে সিনেমা দেখলাম। সবাই আমাদের, আমাদের সিনেমা যেভাবে গ্রহণ করছে তাতে আমি আপ্লুত। মনে হলো বাংলা সিনেমা হারিয়ে যায়নি।’

(ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/এলএম/এএইচ)