সাবিনারা এখন মেয়েদের কাছে রোল মডেল

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ সেপ্টেম্বর ২০২২, ১৯:২৯

সাফ উইমেন্সের চ্যাম্পিয়ন। এই জয় হিমালয় জয়ের তুল্য। বাংলাদেশের অদম্য মেয়েরা দেখিয়ে দিল ফুটবল বিশ্বকে। তাদের পায়ের জাদুতে ঘরে এসেছে শিরোপা। বিজয়িনীরা ফিরেছেন দেশে। বর্ণাঢ্য আর প্রাণঢালা বরণ তাদের।

বিজয়িনী সাবিনারাই এখন দেশে মেয়েদের রোল মডেল। ভবিষ্যতে তাদের অনুসরণ করে দেশের জন্য আরও সুনাম নিয়ে আসার ইচ্ছা প্রকাশ করেছেন শত শত মেয়ে।

দুর্দান্ত অর্জন নিয়ে বুধবার দুপুরে দেশে ফেরার পর একটি উন্মুক্ত বাসে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে সানজিদা, কৃষ্ণা এবং তাদের সতীর্থরা এখন বাফুফেতে পৌঁছেছেন।

বিমানবন্দর থেকে মতিঝিল পর্যন্ত তাদের যাত্রাপথে প্রাণঢালা অভ্যর্থনা। সাফ উইমেন্সের চ্যাম্পিয়নদের এমন অর্জন পুরো জাতিকে উজ্জীবিত করেছে। জাতি প্রকাশ উচ্ছ্বাস।

এদিকে বিমানবন্দরে চ্যাম্পিয়নদের অভ্যর্থনা জানাতে এসে আরও শৃঙ্খলা মেনে খেলাকে আরও গুরুত্ব সহকারে নেয়ার শপথ করেছেন অনেক তরুণী। সামাজিক প্রতিবন্ধকতা ভেঙ্গে যা এখন দেশের বিভিন্ন অংশে জড়িয়ে গেছে।

বিকেএসপির ছাত্রী সুমাইয়া সুলতানা বিথী বলেন, ‘আমাদের বড় বোনেরা চ্যাম্পিয়ন হয়েছে। আমরা বিকেএসপির পক্ষ থেকে তাদের স্বাগত জানাতে এসেছি। ফুটবল, আর্চারি, জুডো, অ্যাথলেটিক্সের খেলোয়াড়রা এখানে আছে। তাদের জয় অবশ্যই আমাদের অনুপ্রেরণা যোগাবে। আমরাও যেন এমন সাফল্য অর্জন করি, আমাদেরকেও এভাবে অভিবাদন জানানো হয়। আমরাও তাদের মতো ভালোবাসা পাওয়ার চেষ্টা করবো।’

বিকেএসপিতে ফুটবলে প্রশিক্ষণরত সাদিয়া নুসরাত। তার আনন্দ অন্যদের চেয়ে দ্বিগুণ ছিল। তিনি বলেন, ‘আমি একজন ফুটবলার। তাই আনন্দ আরও বেশি। তাদের দেখে বড় কিছু পাবার অনুভূতি বাড়ছে, ইচ্ছা শক্তি বাড়ছে, যেহেতু তারা এই প্রজন্মকে ভালো কিছু দিয়েছে। আশা করি আমরাও তাদের দেখানো পথে এগিয়ে যেতে পারব। আমরাও যেন বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারি এবং আরও ভালো করতে পারি।’

সাদিয়া আরও বলেন, ‘আমি মনে করি, আমাদের রোল মডেল এখন তারা। তারা এখন আমাদের কাছে আইডল। তাদের উদাহরণ অনুসরণ করে আমরা ভবিষ্যতে ভালো কিছু করব।’

বিকেএসপিতে বিশ্বের একজন সেরা জুডো খেলোয়াড় হিসেবে নিজেকে প্রস্তুত করছেন সোনিয়া। কিন্তু ফুটবলের কৃতিত্ব অনেক বেশি অনুপ্রাণিত করেছে তাকে। তিনি বলেন, ‘আমি এখানে এসেছি তাদের অভিনন্দন জানাতে।’

সোনিয়া বলেন, ‘তারাও আমাদের মতো বিকেএসপিতে ছিল। আমরাও বিকেএসপির। স্বাগত জানাতে এবং তাদের সাথে দেখা করতে আমরা এখানে এসেছি। তাদের কৃতিত্ব পুরো জাতিকে গর্বিত করেছে। তবে আরও গুরুত্বপূর্ণ হলো, আমাদের শীর্ষস্থানে পৌঁছাতে এটি অনুপ্রাণিত করছে।’

প্রায় একই সময়, ওমরাহ পালন করে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদ। মেয়েদের অভিনন্দন জানিয়ে তাসকিন বলেন, ‘এটা অনেক বড় অর্জন। বড় অর্জনে খুব খুশি, যা পুরো জাতিকে গর্বিত করেছে। ভবিষ্যতে আরও ভালো খেলবে তারা।’

নেপালের দশরথ স্টেডিয়ামে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের মাধ্যমে ইতিহাস সৃস্টি করেছে বাংলাদেশ নারী ফুটবল দল।

(ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/ডিএম)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

উপজেলা নির্বাচন ব্যর্থ হলে গণতন্ত্র ক্ষুণ্ন হবে: সিইসি

কেমন হবে নির্বাচনি ক্যাম্প জানাল ইসি

নাগরিক জীবনে সর্বত্রই পুলিশের অবস্থান রয়েছে: ডিএমপি কমিশনার

আসন্ন বাজেটে তামাক পণ্যের দাম বৃদ্ধির দাবি

উপজেলা নির্বাচন: প্রচার-প্রচারণায় যানবাহন ব্যবহারে মানতে হবে যেসব বিধিনিষেধ

উপজেলা নির্বাচন: ভোটার স্লিপে মানতে হবে যে নির্দেশনা

বিশ্বব্যাপী সব যুদ্ধ বন্ধ করে আলোচনায় সমস্যা সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর

পালিয়ে আসা সেনাসহ ২৮৮ জনকে মিয়ানমারে ফেরত পাঠাল বিজিবি

উপজেলা নির্বাচনের প্রচারে এমপি নামলে ব্যবস্থা: ইসি আলমগীর

‘মোজাম্মেল হকের বিরুদ্ধে নেমে পরিবহন চাদাঁবাজরা সরকারের আস্থাভাজন হতে চায়’

এই বিভাগের সব খবর

শিরোনাম :