এসএসসি পরীক্ষা

দিনাজপুর বোর্ডে স্থগিত পরীক্ষা ১০-১৫ অক্টোবর, প্রশ্নপত্র ফাঁসের ঘটনা তদন্তে কমিটি

দিনাজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২২, ১৬:৩৩ | প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০২২, ১২:৫৬
ফাইল ছবি

প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে স্থগিত হয়ে যাওয়া দিনাজপুর শিক্ষাবোর্ডের চার বিষয়ের পরীক্ষার নতুন রুটিন প্রকাশ করেছে বোর্ড কতৃপক্ষ। এ ঘটনায় বোর্ডের কলেজ পরিদর্শক ফরাজ উদ্দিন তালুকদারকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে প্রজ্ঞাপন আকারে নতুন রুটিন ঘোষণা করলেও দুপুরে আরেকটি সংশোধনী প্রজ্ঞাপন জারি করেন বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো.কামরুল ইসলাম।

এদিকে প্রশ্নপত্র ফাঁস ঘটনায় কুড়িগ্রামে আরো দুজনকে আটক করা হয়েছে। এ নিয়ে মামলায় এ মামলায় কেন্দ্র সচীবসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পরীক্ষার নতুন রুটিন:

গণিত (১০৯) ১০ অক্টোবর, কৃষি বিজ্ঞান (১৩৪) ১১ অক্টোবর, পদার্থ বিজ্ঞান (১৩৬) ১৩ অক্টোবর ও রসায়ন (১৩৭) ১৫ অক্টোবর। পরীক্ষা চলবে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

প্রসঙ্গত, কুড়িগ্রামে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন চলমান এসএসসি পরীক্ষার চারটি বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়। পরে এ ঘটনায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানায় মামলা করে পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটি। ওই মামলায় প্রথমে মঙ্গলবার রাতে ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে বুধবার রাতে আরো তিনজনকে গ্রেপ্তার করা হয়।

আটককৃতরা হলেন- ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচীব লুৎফর রহমান, ইংরেজি বিষয়ের শিক্ষক আমিনুর রহমান রাসেল এবং ইসলাম শিক্ষার শিক্ষক জোবায়ের ইসলাম, কৃষি বিজ্ঞানের শিক্ষক হামিদুল ইসলাম, বাংলা বিষয়ের শিক্ষক সোহেল চৌধুরী ও পিয়ন সুজন মিয়া।

অভিযোগ উঠে, ওই বিদ্যালয়ে কেন্দ্র থাকার সুবাদে কেন্দ্র সচিব ও আটককৃত দুই শিক্ষক প্রশ্নপত্রের দায়িত্বে ছিলেন। এ সময় তারা ওই প্রশ্নপত্র গোপনে নিয়ে যান। পরে নিজেদের শিক্ষার্থীদের পরীক্ষার আগের দিন হাতে লিখে সরবরাহ করেন। তবে প্রশ্নপত্র ৫০০ থেকে ২০০ টাকায় বিক্রির অভিযোগ ওঠে। প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি নিয়ে অন্যান্য স্কুলের শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরে নড়েচড়ে বসে প্রশাসন।

অনুসন্ধানে প্রশ্ন ফাঁসের সত্যতা পাওয়া গেলে মঙ্গলবার রাত ১০টায় ভূরুঙ্গামারীতে আসেন দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম, সচিব প্রফেসর জহির উদ্দিন, জেলা প্রশাসক রেজাউল করিম, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলামসহ জেলা শিক্ষা কর্মকর্তা শামছুল আলম। তারা উপজেলা নির্বাহীর কক্ষে রাত ১২টা পর্যন্ত বৈঠক করেন।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (ভূরুঙ্গামারী-কচাকাটা সার্কেল) মোরশেদুল হাসান জানান, শিক্ষা বোর্ডের অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। তবে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বোর্ডর বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, স্থগিত করা বিষয়গুলো ছাড়া অন্য সব বিষয়ের পরীক্ষা রুটিনে উল্লেখিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় একটি পরীক্ষা কেন্দ্র থেকে চলমান এসএসসি পরীক্ষার ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সন্ধ্যার পর দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফসর প্রফেসর মো. কামরুল ইসলাম, সচিব প্রফসর মো. জহির উদ্দিন, কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার শামসুল আলম সহ সংশ্লিষ্টরা ভূরুঙ্গামারী যান।

পরে উপজেলার নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব লুৎফর রহমান, একই বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক রাসেল এবং ইসলাম শিক্ষা বিষয়ের খন্ডকালীন শিক্ষক জোবায়েরকে মঙ্গলবার সন্ধ্যায় আটক করে থানায় নেওয়া হয়।

জিজ্ঞাসাবাদে প্রশ্ন ফাঁসে তাদের জড়িত থাকার সত্যতা পাওয়ায় তাদের বিরুদ্ধে রাতেই থানায় মামলা করে পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটি। এরই পরিপ্রেক্ষতে দিনাজপুর বোর্ডের চারটি বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়। (ঢাকাটাইমস/২২সেপ্টেম্বর/এসএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :