৫০ বছর পরে প্রাণ ফিরে পেল বৈরাগী খাল

গোপালগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২২, ১৩:৪৫ | প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০২২, ১৩:১৮

গোপালগঞ্জের ঐতিহ্যবাহী বৈরাগী খাল এক সময় ছিল ময়লার ভাগাড়। পরে খালটি পরিষ্কার পরিচ্ছন্নতার যৌথ উদ্যোগ নেয় গোপালগঞ্জ জেলা প্রশাসন ও পৌরসভা। সেই ময়লার ভাগাড় থেকে খালটি এখন প্রাণ ফিরে পেয়েছে।

দুর্গন্ধ ও ময়লা আবর্জনাযুক্ত বদ্ধ জলাশয়ের স্থলে এখন সেখানে পানির প্রবাহ দেখে স্বস্তি ফিরে পেয়েছে গোপালগঞ্জবাসী। ৫০ বছর পরে প্রাণ ফিরে পেল গোপালগঞ্জ শহরের ঐতিহ্যবাহী বৈরাগীর খাল।

গোপালগঞ্জ পৌর মেয়র শেখ রকিব হোসেন ঢাকাটাইমসকে বলেন, উদ্ধার ও খননের পর খাল এখন দৃশ্যমান। খালে পানি আসায় খুশি স্থানীয় বাসিন্দারা। নানা প্রতিবন্ধকতা থাকার পরও সেটি সম্ভব হয়েছে। দখলদারদের বার্তা দেওয়া গেছে, যতই শক্তিশালী হোন না কেন পরাজয় স্বীকার করতেই হবে।

জেলা প্রশাসক শাহিদা সুলতানা ঢাকাটাইমসকে বলেন, পরিবেশকে আমাদের সবসময় বিবেচনায় আনতে হবে। সে জন্য গোপালগঞ্জ পৌরসভার সহযোগিতায় খালটিতে প্রবাহ ফিরিয়ে আনা হয়েছে। শহরের সৌন্দর্য বেড়েছে। যুগ যুগ পরে এখন এই খালে জোয়ার-ভাটা হয়। খালের দুপাশের মানুষ সচেতন হলে এ সৌন্দর্য ধরে রাখা সম্ভব।

(ঢাকাটাইমস/২২সেপ্টেম্বর/এসএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :