স্বামী-স্ত্রীর সঙ্গে সময় কাটাতে পারবেন ভারতের পাঞ্জাবের বন্দিরা
প্রকাশ | ২২ সেপ্টেম্বর ২০২২, ১৭:২৫
বন্দিদের স্ত্রী বা স্বামীর সঙ্গে সময় কাটানোর সুযোগ দিচ্ছে ভারতের পাঞ্জাব সরকার। তবে মঙ্গলবার থেকে চালু হওয়া এই সুবিধা পাবেন না ভয়ঙ্কর অপরাধী, গ্যাংস্টার, জীবনের ঝুঁকি রয়েছে এমন বন্দি, যৌন হেনস্থায় জড়িত বন্দিরা।
ভারতের প্রথম কোনো রাজ্য হিসেবে পাঞ্জাব কারাবন্দিদের জন্য এই নিয়ম চালু করল। পাঞ্জাবের কারা বিভাগের এক কর্মকর্তার বরাতে এই খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।
প্রাথমিকভাবে গোবিন্দওয়াল সাহিব সেন্ট্রাল জেল, নাভার নতুন জেলা জেল, ভাটিণ্ডার মহিলা জেলে এই সুযোগ চালু করা হচ্ছে। তবে ভয়ঙ্কর অপরাধী, গ্যাংস্টার, জীবনের ঝুঁকি রয়েছে এমন বন্দি, যৌন হেনস্থায় জড়িতদের সুযোগটি দেওয়া হবে না।
কারা কর্তৃপক্ষ বলেছে, স্বামী বা স্ত্রীর সঙ্গে সময় কাটাতে চাইলে জেলে থাকাকালীন বন্দিকে ভালো আচরণ করতে হবে। তবেই সংশোধনাগারের নির্দিষ্ট একটি ঘরে দুই ঘণ্টার জন্য সাক্ষাতের ব্যবস্থা করে দেবে কারা বিভাগ।
জানা গেছে, ওই ঘরের সঙ্গে থাকবে শৌচালয়ও। তিন মাসে একবারই মিলবে সাক্ষাতের সুযোগ। যারা দীর্ঘদিন জেলে রয়েছেন, তাদেরই অগ্রাধিকার দেওয়া হবে। গোটা ভারতে প্রথম পাঞ্জাবেই সঙ্গীর সঙ্গে বন্দিদের সময় কাটানোর ব্যবস্থা করা হলো।
কারা বিভাগ জানিয়েছে, এই নিয়ম চালু হলে বন্দিরা নিজেদের তাগিদেই আচরণ ভালো করার চেষ্টা করবেন। তাদের দাম্পত্য জীবনও সুন্দর হবে।
তবে, শর্তানুসারে বন্দির সঙ্গে দেখা করতে এলে স্বামী বা স্ত্রীর বিয়ের প্রমাণপত্র দেখাতে হবে। পাশাপাশি, কোভিড, এইচআইভি বা কোনো সংক্রামক রোগ নেই, এমন মেডিকেল সার্টিফিকেটও দেখাতে হবে।
(ঢাকাটাইমস/২২সেপ্টেম্বর/এএইচ)